ঐ দেখো পথিকেরা চলছে পথটি দিয়ে
কেমন করে কিসের নেশায়!
কোন পথে চলছে কেমন করে দেখো
কে মানুষ আর কে মানুষ নয়?
দেখো সকল চেতনা রয় কি অপূর্বমন
আমরা মানুষ কেন একে অপর!
করছি ছলচাতুরী মানুষ নাম মনুষ্যরা
তাই তো বলি মানুষ কে আছে?
কোথায় ধর্ম কোথায় মানবতা মানুষ
সেই মানুষ জীবন মানবতা তরে।
শুদ্ধতা ভরা অসাধারণ জীবনবোধ রয়
চলমান মন-মানসিকতা বিদ্যতা।
মানুষ সেরা মানুষই উত্তম জ্ঞান আলো
সর্বোজন স্বীকৃত মহানুভবতা যার!
ঐ'সকল উদ্ভাসিতরা মানুষ পাওয়া দায়
দেখো শোন চল চলি কে মানুষ?
অমন করেই জীবনবোধ চলমান চলছি
প্রকৃত মানুষ দেখা পাওয়া কষ্টকর।
এ'জন্য মানুষ না পাই এহকাল-পরকাল
আমরা মানুষরা বড়ই বোকা-অন্ধ।
বিধাতার দয়া পাই তাই শত অপরাধ করি
আর বেঁচে থাকি। সত্যই কি বাঁচি?
আর বেঁচে থাকি আমরা মানুষরা কেমনে?
আসলে প্রকৃতই বাঁচা আর মরায়।
দেহে প্রাণ থাকতেও নিঃপ্রাণ দেখো মনুষ্য
মানুষ সকল আমরা পশুজাত স্বভাব।
স্বর্গ বেশি দূরে নয়; দেখবো দু'টি নয়নে
প্রকৃত মানুষ হতে পারলে এ'ধরাতেই।
×××××××××××××××××××××
বাণী: প্রকৃত মানুষ হতে হলে প্রয়োজন সত্য-নিষ্ঠার কর্মঠ জীবন-যাপন করার মধ্য দিয়েই আসল মানুষ (কর্ম-ধর্ম) পালন সুন্দর মানসিকতায় জীবন মান যাপিত হতে পারে। আর সেই সকল মানুষেরাই উত্তম চরিত্র সফল মানুষ। অন্যথায় যা যাবর জীবনমান ছাড়া আর কিছুই নয়।