ওরে ঐ'যুবক-যুবর্তী শোন সকল তোমরা
একে অপর শোন'রে!
এ'দেশ বাংলা চেয়ে রয় তোমাদের দিকে
তোমরা সবুজ-শ্যামল'
যুবক বয়স শক্তিতে যেমন বুদ্ধিতেও বেশ
যুবকরাই সুবজ ফসল!
আবাদ সুরক্ষায় পরিচর্যা আপন জানা এক
অপূর্ব অসাধারণ কর্ম!
প্রভাবিত জীবনবোধ চেতনা মুক্তিমন মুক্ত
সমস্ত অসহযোগ উদ্ধার।
তোমরা যুবক তোমরাই উন্নত মমশীর ঐ'
প্রতিবন্ধকথা আসবে সদা।
তাই বলে কোন যুবক হাত গুটায়ে থাকা
যুবক-যুবর্তীদের কাম্য নয়।
তোমরা সুশিক্ষার্জন করবে সংকল্প আসল
মানুষ হওয়ার পরিশ্রম যথার্থ।
একে অপর হাসবে খুব সুন্দর মনন স্বভাব
উত্তম মানুষ গঠনে অনন্য।
মানুষের মত মানুষ হবে সুশিক্ষা আদর্শতা
কত স্বপ্ন পরিপূর্ণতা পাবে।
জীবন প্রকৃত গড়তে জানলে, সেই জীবন
যথাযথ কামনা বাসনা শ্রেয়।
দেখা মিলবে যুবক-যুবর্তী সুজলা-সূফলা
দেশ বরেণ্য রচনা ঊষাভরা।
যৌবনের জোয়ার ভাটা পাবে পরিপূর্ণতা
তখনই মিলবে সুপ্তপ্রতিভায়।
যতই গল্প কিচ্ছা কৌতুক বড় দল-বাজি
বড়ভাই মিয়াবাবু আস্থা সাগর।
বিধাতার বিধান সকল নিয়ম-কানুন ভুল
মনে পড়ে না কখনো সে'মন।
সেই যুবক-যুবর্তীরা কখনই সফল নয়
অলস অবোধরা তারা বোকা!
সেই যুবক-যুবর্তী করি না কামনা নয়
তোমরা হবে সূর্য্যের মত উজ্জ্বল।
চাঁদের মত জোৎস্না রাত আলোকিত ঐ'
কতটা চির-সবুজ মূক্ত মন হ্নদ।
তবেই হুখের পরশ অসাধারণ অপূর্বরা
ওরে যুবক-যুবর্তীরা তেমনি হও।
সেই তোমরাই সুজলা সুফলা জাগ্রতরা
উন্নত জীবন সততা সত্য আর্দশ্যে।