আজিকের চাঁদ খানা জোৎস্নায় ভরা
তারার দল ছুঁট মিটি মিটি ছুঁটাছুটি।
কি যে ভালো লাগা রয় মনটিল মধ‍্যে
কত স্বপ্ন থাকে মানুষ মন মাঝে।

হাজার ব‍্যস্ততা জোৎস্না যেন স্নিগ্ধতা
ছড়ায় আপনত্ব সুখ সকল ক্লান্তি।
পরিপূর্ণতা পায় মানসিক প্রশান্ত সুখ
পরশ পাথর দেখা অপেক্ষিত মন।

রাত গভীরে জোৎস্না দেখা একাএকা
মনটি মাঝে কে যেন কাকে ডাকে?
অপূর্ব সুখ চেতনা প্রেম ভাবনা প‍্রাণে
হাজার কথা স্বপ্ন আঁকা সুখ প্রাপ্তি।

আকাশ খানা বলে ওরে যুবক শোন
কেমন করে চলপথ একা ভাবনা।
পথের মধ‍্যে জোৎস্না রাতি আলোক
দুনিয়া সকল আপন মুঠোয় ভরা।

সব ছাড়িয়ে জোৎস্না রাত্রি যোগায়
সব সুখের প্রেরণা অনুগামী মন।
আম হারিয়ে যাই সবার মধ‍্যে তলিয়ে
জোৎস্না বলে নাও না ভালোবাসা।

দাও না ফিরে আমায় আলোক রশ্মি
খেলবো তার সাথে তুমি অতিথি।
এই আছো; এই নেই; কি যে অপূর্ণ‍্য
সুখ নিবে দিবে না এটা কি পূর্ণ?

অনেক কথা মনে পড়ে প্রেম জোঁয়ার
আমি অবুঝ একা গভীর রাত্রী।
বসে জোৎস্না দেখা খুব বোঁকা মনটি
তাই তো রত জোৎস্না রাত গল্প।
**********************
বাণী: জোৎস্না রাত একটি অপূর্ব প্রাপ্তি মানব জীবন সুন্দর বিনোদন। সেই জোৎস্না প্রস্ফুটন অনন‍্য জীবন আলোকিত করতে, জানাটা প্রতিটি মানুষ অর্জন অপিহার্য‍। আর তারাই জোৎস্নার স্নিগ্ধ উপভোগ‍্য। অন‍্যথায় জোৎস্নার প্রকৃত রূপ দেখা সকল মানুষ মাঝে সম্ভব নয়।