এ কেমন মানুষ তোমরা
কেন এমন হলে?
বিধাতার বিধান কহে এক
অনন‍্য জাতি তোমরা!
সৃষ্টির সেরা জীব উল্লেখিত
শিক্ষা-দীক্ষা-বুদ্ধির।

সেই জাতি করছো খেলা
একে অপর অমনুষ‍্য!
বিধাতার বিধানে বলা রয়
তোমরা মানুষ হও।
মানুষ হতে বলেছে সুশিক্ষা
জ্ঞান কর আদর্শতা।

বিধাতার বিধান আয়ত্ব কর
সুজ্ঞানী হও জগতে।
মানুষ পশুদের পার্থক‍্য দেখ
ভাবনা করবে উন্নত।
তবেই সেরা মানুষ এ'ধরার
বসবাস জীবন-জীবিকা।

আপন পর প্রতিবেশী সকল
আমরা যেন আন্তরিক।
কেউ কাউকেই ঠকাবে না
জীবন সুখের পরশ।
ভূড়ি ভূড়ি সনদ উচ্চপদবী
কর্ম-ধর্ম কত-টাকা।

তারপরও লোভ মানুষ প্রতি
বিদ্বেষ বৈষম‍্য মনটি।
ভাবতে আমার বিষন্নতা মন
কোথায় মানুষ ধার্মিক?
জোর যার মূল্লুক তাদেরই
দল বেঁধে অপরাধযুক্ত।

দলই দিচ্ছে ভাগে পিছুতায়
কেউ কাউকে চেনে না।
সব অপশক্তিই করছে বিনাস
ওরা ক্ষমতাবান ওরাই..
হচ্ছে শেষ মেষ শেষ জোর
কোথায় এতো দলবল?

বিধাতার বিধান শাসন ভুলে
নিজকে বড়ভেবে শেষ।
তাই তো বিধাতার বিধান রয়
কত দূর বাড়বি বাড়।
সব তো তাঁর হাতে বিদ্ধমান
জোর এমন দৌড় প্রান্তে।

শেষ হবে অচিরেই তাই দেখা
মানুষ কেন করছে খেলা!
কাকে নিয়ে মানুষকেই হারায়?
মানুষ মানুষকেই হারায়।
অসভ‍্য জনতা খেলা দেখে ঐ'
হাসি কাঁন্না খেলা পুতুল।

পশুত্ববোধ জীবন সায়াহ্ন চল
অশুভ জোর অন্ধত্ব।