আমাকে নিয়ে কেউ ভেবোনা এ'ধরণীতে
আমাকে বিধাতা প্রেরণ করেছেন।
মানুষ হয়ে মানুষেরই কোনো অধর্ম নহে
কোনো জীবন-জন্তু ধ্বংসও নয়!

নিজ কল‍্যাণ যেথায় শতশ্রম কষ্টসাধ‍্য ব‍্যয়
সেথায় অর্জন মন ব‍্যতিব‍্যস্ততা।
সময় হয় না নিজ উপকার যথাযথ প্রয়োগ
ঐ'সেই মন হয়কি অধর্ম জ্ঞান?

এই জগৎ সংসার খানা এমনই একটি স্থান
কোন কাননের ফুল লীলাখেলা!
বিধাতাই জানেন একমাত্র তিনারই এ'ধরা
কেন সৃষ্টি; কেন রহস‍্য; রহস‍্যময়!

এই তো মানুষ করেন সৃষ্টি আর এক সময়
নিয়ে যাচ্ছেন পরপারে নিয়তির।
কাহারো রোধ করার ক্ষমতা নেই দুনিয়ায়
সবই নিয়ন্ত্রণ একমাত্র উপরা'লা।

সেই মানুষ সৃষ্টি জগৎ সংসার আমরা মানুষ
কি-সে-গ-র্ব-খ-র্ব-চে-ত-না-র-য়!
অর্থবান মানুষরা হয় বৃত্তবান; অর্থহীন গরীব
অর্থবৃত্ত; মধ‍্যবৃত্ত; নিম্নবৃত্ত; গরীব-
সম্বলহীন; অসহায় নিপীড়ন ভূক্তভোগী ওরা
এ'ধরণীর মানুষ এই ভাল এ'মন্দ।

যখন অর্থ ছিলনা তখন ও মানুষ ছিলাম আজ
যখন কমবেশী অর্থ অর্জন করেছি।
জ্ঞানার্জনে কমবেশী বুঝমান হয়ে জেনেছি ঐ'
শূন‍্যহাত অর্থ আর অর্থহাত মনটি।

সুখ-শান্তি বিরাজমান আসল-প্রকৃত কিসে রয়
মানুষ যদি না হয় মানুষ আসলেই!
যতই থাকুক অর্থ আর নাই বা থাকুক না কেন
জগৎ সংসার এ'জায়গা ছাড় নয়'রে।
*********************
বাণী: জগৎ সংসার এক অনন‍্য অন‍্য জায়গা। যা বিধাতার সবই নিয়ন্ত্রণে। মানুষকে যেমন সৃষ্টি করেছেন। তেমনি যথার্থ নিয়ন্ত্রণও তিনারই হাতে। যারাই যতই সু-বুদ্ধির আর কু-বুদ্ধির হোক না কেন! বিধাতার নিয়ন্ত্রণের বাহিরে কোন কিছুই নয়। তাই জগৎ সংসার নিয়ে ব‍্যতিব‍্যস্ততায় মানুষ হয়ে মানুষের সহিত অপরাধ নয়। দরকার সহযোগিতা মন ও উদ্ভাবণী উৎকর্ষক জাগতিক সভ‍্যতা সুন্দর আবিস্কার মানসিকতা। তবেই প্রকৃত ও স্বার্থক সৃষ্টি বিধাতার দয়ায় আগমন মানুষ। অন‍্যথায় নয়।।