জীবন চলার পথে অনেক জানা রয়
কতকথা কত অজানা জ্ঞান!
ভুলপথ শুদ্ধিতার অপারগতা গ্লানির
মন মানতে চায় কি এ'ধরণী।
জীবন গড়ার স্বপ্ন সূধা অভাব-অনাটন
বিপদ-আপদ-হিংসা-বিদ্বেষ!
শত বাঁধা বিপত্তির মধ্য দিয়েই তৈরি
জীবনবোধ সুশিক্ষাই চাওয়া।
মানবতার কথা আর কি বলি মানবতা
কোন সহজ সাধ্যের রূপনয়!
তখনই মানবতা শোভাপায় যখন দক্ষ
কর্ম অর্জিত প্রকৃত মনুষ্য সেই...
নিজ না খেয়ে চলে দেখেছি কোথায় ঐ'
সেই মানবতা পাইনি দেখতে।
কে বলেছে মানবতা নেই আমি দেখেনি
এ'জীবন চলা অভিজ্ঞতা হ্নদ।
তখনই মানবতা লঙ্ঘন কষ্টার্জিত জীবন
অবমূল্যায়ন সেথায় যেথায়..
ছিনায়ে নিতে চায় মূল্যহীন ভাবে সততা
তখন মনে হয় আমি অপরাধী।
সব ঠিক দেশ জনতা আমি আমার জীবন
ঠিক নয়'তো এ'ধরণী সভ্যতায়!
ওরা কেমন কে চলছে দেখা সারাটি জীবন
ওরাই নাকি বেশ ভাল চলমান।
জীবনবোধ জ্ঞানের আলো কিসের কোথায়
কে এমন আছে মানবতায় বলি?
প্রায়ই দেখা নাটক চল জীবন চলমান গতি
এককে ঠকায়ে দু'কে খুঁশি খুঁশি!
ঐ'জায়গা হতে অপর ঠঁকায়ে অপর জায়গা
আরেক জায়গায় অতিউৎসাহিত!
দান-খরাত-পরপোকার; ঈমানদারী দেখায়
কোথায় মানুষ প্রকৃত জীবন ধারা?
সেই মানুষের সভ্যতার পরিচয় জীবনবোধ
কিসের দ্বারা কেমন করে জানতে?
অধিকাংশ মানুষের লোভ-লালসা তাই তো
বিচার্যে অন্ধত্ব দেখা ন্যায়-অন্যায়।
ঐ'জায়গা হতে মানুষ যত সময় বের না হবে
সেই সকল মানুষ আমরা সভ্য নয়!
প্রশ্নই আসে না যত না সময় সভ্যতার পরিচয়
সেই সকল মানুষ কিভাবে পায় সুখ?
জীবনবোধ রচনা কাব্য প্রকাশ মনুষ্যত্ব তৈরির
চাই অসাধারণ সভ্যতার জায়গাতে।
তবেই মানুষ হবে এক অসাধারণ সুন্দর হ্নদ
জীবন গল্প কথা মালা সাহিত্য প্রবেশ।
***************************
বাণী: জীবন সুন্দর করতে সুন্দর একটি মন বিধাতার দরবার হতে চেয়ে নিতে জানা থাকাটা চাই। আর সেই জীবনই প্রকৃত সত্যনিষ্ঠার জীবনবোধ কাম্য। আর তখনই স্বার্থক মানুষ মনুষ্যত্ববোধ তৈরিতে অবিচল।