সত‍্যই জীবন বড়ই সুন্দর
শোন সন্তানেরা শোন!
জীবনে খেয়ে পড়ে বাঁচতে
পবিত্র যে কাজ করণীয়'

সেই কাজ-কর্ম উত্তম করা
তবেই জীবন ধন‍্য হয়।
পড়ালেখা শিখো মন দিয়ে
জ্ঞানী হতে পারবে বেশ।

জানতে পারবে জীবন মান
সত‍্যই শিক্ষা বিহীন প্রাণ!
পায় কি সুখ যে জন করেনি
সেই জনেরাই বোঝে খুব।

কত অভাব রয় অজানা যখন
জানতে আগ্রহ গেলে অন‍্য।
শোনায় বেশ গাল মন্দ লজ্জ্বা
মাথা হিট হয় না যায় বলা।

সেই জীবন নয় তো কাম‍্য কেউ
শেখার শেষ নেই জানারও!
শিক্ষার মতন শিক্ষার্জন প্রাপ্তিতে
আরাম আয়েশ সুখ জীবন।

বিনাশ্রম শিক্ষা লাভ হবে শ্রমিক
তাতে নেই কোনই দোষের।
ভাল শ্রমিক হও লোভ-লালসা নয়
উত্তম চরিত্র গঠন বিশ্বাসী হও।

যেমন যোগ‍্য তেমন আচরণ মানুষ
জীবন সাঁজাও ঐ'রুপ কর্মগুণ।
দেখবে অল্পে তৃপ্ততা সুখী জীবন
বেশী চাওয়া-পাওয়া অযোগ‍্যে!

সর্বনাশ দেখবে অচিরেই এ'ধরাতে
বিধাতা বলেন ওহে মানুষেরা।
হও উত্তম চরিত্র গুণ মানুষ সকল
দেখবে কল‍্যাণকামী সফলতা।

জীবন বড়ই সুন্দর সাঁজাতে জানলে
সেই জীবন অমূল‍্য সম্পদ ভরা।
কর্মফলই মূল‍্যায়িত মানুষ মানবতা
সেই জীবন কামনা-বাসনা চাও।

অনন‍্য সুখ লাভ ধন‍্যতা লাভ সুখী
মানবতা জীবনবোধ তৈরিতে!
সেরার সেরা এ'জগৎ খানা অপূর্ব
ভাবনা আর সঠিকতা মূলধারা।
********************
বাণী: জীবনকে সাঁজাতে ও সুখী করতে কঠোর পরিশ্রম এবং লক্ষ‍্যে পৌঁচ্ছাতে অবশ‍্যই সততার সহিত পদক্ষেপ নিতে পিছু হটা মানে পিছনে পড়া যাওয়া। যা সমস্ত পরিশ্রমই জীবন নামক অধপতন ছাড়া আর কিছুই নয়। তাই সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াই জীবনের সফল কাম সফলতার পথ সুগম হওয়া।