অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা ভালো লাগা
এই সমাজ যেন অনন্য অসাধারণ।
অনেক অজানা রয় আমরা মানুষরা প্রয়োজনীয়
বহুফল মূলের নাম পোশাক নাম।
শরীরে অনেক সময় সৌন্দার্য বর্ধনে চাপায়ে দেই
নাম থাকে অজানা সবাই পরিহিত!
আমি ও আমরাও পরিধান রম্য অজানাতেই সব
ওরে বোকা আমরা মানুষরা পাগল।
ধর্ম জ্ঞান অর্জনে ব্যর্থ লোক মুখে শোনা বুলি বকি
প্রকৃত পক্ষেই ধর্মীয় জ্ঞান ক'জনা?
অনেক ভাল মানুষ রয় অজ্ঞতা পরিচয় বহণে সূফী
আসল সূফী ক'জনা এ'জগত সংসার?
শোন মানুষ সকল শোন তবে অজানাকে জানা চাই
থাকতে হবে আগ্রহ সেই মনটিতে বিদ্য!
চমৎকার ভাবনা অপূর্ব চেতনা ঊষার আলো ভাবনা
আমি ও আমরা তুমি ও তোমরা মানুষরা!
অজানাকে জানতে হবে সেই না আমরা মানুষ বিদ্য
প্রকৃত জ্ঞান অর্জনে হতে হবে ধন্য।
ঐ'সকল মানুষরাই আমরা হবো জ্ঞানী জানার তরে
অজ্ঞতা বশতঃ ভুল সারা জীবন পন্ড!
জীবন অনেক সুন্দর ঘষা আর মাজা ঝালাই করা
বিধাতা তার মধ্যেও দেন সফলতা।
সুখ সমৃদ্ধি ভরপুর বিলাশ জীবন অপূর্ব জীবনবোধ
কষ্ট আর দুঃখ সুখ আর সুখী এক নয়।
জেনে করা প্রাপ্তির জন্য পাওনা আত্মা প্রশান্তি পায়
অজানা আর অজ্ঞতার জন্য প্রাপ্তি অসাধ!
উত্তম চরিত্রগুণ গুণাম্বিত মানুষ বিধাতার দয়া রহমত
অজ্ঞতার বশ:বর্তী সবই অযুদ্ধা পান্ডিত্ব।
সুখের পরশ শান্তি মেলাতে সুবিদ্যা অবশ্যই অর্জিত
দুঃখ কষ্ট বেদনা সবই অজানা কর্মফল।
মানুষ মানুষকে ছোট করা অর্থবৃত্ত তান্ডব খেলা ঘর
তাই তো বলি অজানাকে জানাই উৎকৃষ্ট!
********************************
বাণী: সুখের পরশ মেলানো সুবিদ্যা অর্জন করা অতীবও জরুরী। আর সেই অর্জনই প্রকৃত জ্ঞানী মানুষ সুকর্ম ফল।