জন্ম একটি ফুল বিধাতারই দয়া
এক অতি মহৎ সুকর্মফল!
বৈধতার অপূর্ব অসাধারণ মুগ্ধতা
প্রজ্জ্বলিত ঊষার আলোয়।
অধরা জীবন চরণ সুখকর জীবন
শিশুর মন আকাঙ্খা উচ্চে।
কিশোর-কৈশর-কৌশর-যুবকদল
দেশ-জনতা অপূর্ব অনন্য।
যেন এক পরিবার পরিজন শোভা
কত হাসি আনন্দ খুঁশি মন।
প্রাণ চাঞ্চচল্য জোয়ার একে সদা
অপরাপর ভাবনা যেন নিত্য!
নতুন নতুনত্ব সন্তানেরা হবে বড়
বৃদ্ধ বয়স সুখ পরশ আশায়!
পরম পাওয়া চাওয়া হতাশা হ্নদ
তবুও আশার আলো পূর্ণতায়।
সকল একে অপর আমরা সকলে
অভিন্ন ও এক সন্তান পরিবার।
তাই তো জন্ম মানব শিশুর গুরুত্ব
বড়ই এ'ধরার পরে চলমান।
বিবেক বিবেচনা সুবিবেচক ভাবনা
স্বদেশ নাগরিক শিখর রচনা।
বৈধতা দেশের সন্তান প্রথম নাগরিত্ব
জন্মসূত্রতার পরিচয় বহণ যথা!
তাই তো জন্ম সূত্রের গুরুত্ব অপরিসীম
পিতা-মাতা পরিবার সার্বভৌমত্ব।
লাল-সবুজ পতাকা আপন একটি দেশ
সুসন্তান মার্তৃত্ববোধ জাগ্রত জাতি।
অনন্য শোভায় শোভিত স্বাধীকার দীক্ষা
সুশিক্ষা অর্জন মধ্য দিয়ে জীবন!
ভাবনা গঠন পঠন চিরাচরিত পোষণরা
ভাল লাগা ভাল জানা দেশপ্রেম।
জন্ম সূত্রই যেন পরিচয় বহণ এক অনন্য
স্বার্থক জন্ম পরিচয় বোধদ্বয় মর্ম।
তাই তো নাগরিকতা জন্মসূত্র প্রাপ্তি সহজ
বলতে হয় না আমি নাগরিক না।
অটোপাস দেশ সন্তান দেশাত্ববোধ রচনা
কতটাই সৌভাগ্য প্রসূন্ন প্রসূতির।
সেই জন্ম মানব শিশুর দেশটির মাতৃত্বের
মর্যাদা সুরক্ষায় ব্রতঃ সদাসর্বত্র।
তবেই জন্ম স্বার্থক আমরাই করবো জয়
জন্ম স্বার্থক জীবনবোধ সুন্দরত্ব।।