মানুষ মানুষের তরে; মানুষ মানুষের জন্য;
এ কেমন লীলা-খেলা; মানুষ হয়ে অবুঝরা?
শোন মানুষ সকল শোন! এমন কর্ম নয়তো
ভবিষ্যৎ ক্ষতি হয় নিজ; সেই পাপ মন ছাড়!
বিধাতা ছেড়ে দিয়ে দেখেন; ছাড়'তো দেন না
সময় বুঝ সব নেন হিসাব; কখনো পাপ নয়!
জীবন চলার পথ অবিচল; সেই মন প্রাণ মূল্য
সুবুদ্ধি জ্ঞান সুবিবেচনা ফল; স্বর্গ শোভা ভরা!
মানুষ মানুষের জন্য এ'জগৎ খানা জীবন চল
কত কর্মদক্ষ অর্জন সেরা রয় অজানা মানুষ।
সেই সকল কর্ম ঊষা মন ফেলে কেন অমন
কল্পনা মন নোংরা খেলায় মেতে রও ধ্বংস?
আজ তুমি তোমরা করলে যাকে মানুষ ক্ষতি
আগামী দিন সময় অপেক্ষমাত্র হবে তুমিসহ
তোমরা সকল জন! দেখবে যাকে ক্ষতি কর
তার চেয়েও বেশি ধ্বংসে পতিত হচ্ছো বেশ!
যুগ যুগ দেখো তোমাদের প্রজন্মরা করেছে
হয়েছে বিশাল ক্ষতি সর্বশান্ত হয়েছে সম্পদ।
শরীর স্বাস্থ পরিবার পরিজন যা অপ্রকাশিত
হয়তো প্রতিবেশিরা জানলেও অনেকে চুপ।
এমন কর্ম কেন করো তোমরা মানুষ মানুষে
তা হলে কি করে হলে তোমরা মানুষ সমাজ?
কি শিখেছো তোমরা জীবনমান মূল্যবোধত্বে?
জাদু-টোনা-বান-কূফরী-খেলোয়াড়-ধ্বংসরা।
সাবধান হও! সর্তক হও! না হলে পাপ যেন
অবধারিত চাপা দিবে তোমাদের জীবন মন।
দুনিয়া-আখেরাত-সবই শেষ করছো অকারণ
নিলজ্জ্বতা প্রেরণা অশোভ্য সাধনা বিফল হয়।
সেই মনটি দিয়ে করো ভাল কর্ম দেখা পাবে
সভ্যতা চির সত্য চিরসাথী জীবন সুন্দর মূল্য!
আহা মানুষ মানুষের জন্য; নয় ক্ষতি মানুষরূপ
দেখা-শোনা বিনা কারণ আল্লাহর বান্দার ক্ষতি!
তোমরা কি করে রেহায় পাবে ধ্বংসের লীলা
সংসার তোমাদের চালানো কষ্ট ঐ'দিকে খরচ!
ফকির খাজা বাবা ডাকে দিচ্ছো অর্থকড়ি কেন?
কি কারণ কোন লোভ লালসা ওরে অমানুষরা?
অকারণ শ্রম দিলে সেই শ্রম ধীক্কার ধীক্ক তটে
আজীবন সেই শোক পোহাবে যতদিন জীবিত!
দেহে প্রাণ থাকলেও না থাকা অকর্ম স্বপ্নদেখা
কেন ভুল করে জীবন হতাশা পথ দেখবে বল?
সাবধান! সতর্ক! জীবন চলার পথ সুগমনে
এমন সকল লোকেরা রয়েছে এই সমাজে!
ওরা ধ্বংস হবে তবু খারাপ পথ ছাড়বে না
ওদের হতে সাবধান! করছি সতর্ক সভ্যতা।
***************************
বাণী: খারাপ কাজ কখনো মানুষের জীবনের সফলতা দেখায় না। তাই সব সময় ভাল ভাল কাজের সহিত সম্পর্ক স্থাপন করে যে সকল(নর-নারীরা) চলতে থাকবে। সেই তারাই সুন্দর জীবনমান মূল্যবোধ জীবন পাবে।