রমজান মাস আসে মহান আল্লাহর রহমত নিয়ে
একান্তই রহমত ভান্ডা ভরা তৃপ্তি!
অতুলনীয় অসাধারণ এক পরিপূর্ণ মুগ্ধতা ভরায়
এমন মাস তুলনা হয় কি এ'ধরণীতে?
সারা জাহান মুসলিম সিয়াম পালন সাধন রপ্তে
মনোমুগ্ধতায় ভরা পরিশুদ্ধ পরিমার্জন?
তাই তো এই মাসটি অতি মহব্বত সেরায় পূর্ণ
সভ্যতা রেখে সিয়াম পালন মাধূর্যতা।
রোজা রাখা সংযমীতায় ধনী-গরীব ভেদাভেদ
পার্থক্য বুঝতে চমৎকার বিদ্যান গর্ব।
আমরাই গর্বিত শাণিত মন সংশোধিত জীবন
ইসলাম ধর্ম শিক্ষা উত্তম অনুপ্রেরণা।
নীতি-নৈতিকতা-রীতির-বৈশিষ্ট্য-প্রাধান্য-প্রাণ
সিয়াম সাধনায় মনোনিবেশ বিজ্ঞতা।
রমজান মাস ছওয়াব মাস যত খরচ করা হয়
ততোই উত্তম এক টাকায় দশ টাকা।
উত্তম পুরস্কার দান দেন আল্লাহ নিজ হতেই
তাই তো প্রতিটি সেই ছোটবেলায়!
পারিবারিক ভাবেই পিতা দিতেন ইফতারী
মসজিদে, বাবার মৃত্যুর পর আমি..
অনুরূপ ভাবে একই নিয়মে দিয়ে আসছি
ঐ'সেই পিতার মূত্যু হয়েছে ২০০১!
উক্ত সন হতে অদ্যাবধি চলমান তাই তো
আজ ছিল সেই ইফতারীর দিনটি।।
সুদূর ঢাকা হতে ছুটে এলাম ফরিদপুরের
গ্রামের বাড়ি পরানপুর মসজিদে।
বাড়িতে ছিল ছোট ভাই শরিফুল সে সকল
ইফতারী আয়োজন পর্ব নিয়ে ব্যস্ত।
নানান রকম ফলসহ শরবত সাথে তেহারী
সুসাধূু তৃপ্তির রূচিসন্মত রান্না হয়েছে।
রোজাদাররা খেয়ে খুবই খুঁশি মুখে মুখেই
বাহবা পিতার বিদেহী আত্মার দোয়া।
সেই সাথে আপন জনারা পাড়া-প্রতিবেশী
যিনারা মূত্যু বরণ করেছেন তাদের!
জন্যেও দোয়া করা হয় অতি মহব্বত কন্ঠ
ঈমাম মাওলানা, জনাব, মোঃ হারেজ-
খান, আহা! সুমধুর আহবান দোয়া কবুলের
হে আল্লাহ্ আমাদের দোয়া কবুল করো।
মাফ করে দাও আমাদের কবুল করো রোজা
সকল ইবাদত-বন্দেগী-সমস্ত-সুকর্ম।
**************************
বাণী: সকল প্রশংসাই আল্লাহর। পবিত্রতাই উত্তম পথ প্রতিটি মানুষের জীবন চলার মাধ্যম।