দেশ যেন এক অচেনা
ভরসা পাচ্ছি না!
কাকে বলি মনের কথা
কে আছে শোনার।
কিসের নেশায় কে যেন
করছে ওরা বিবাদ!
শুধুই দাবী দেখছে চোখ
করছে হানা-হানী!
কি আছে দেশটিতে সেই
ভাবনা আছে কার?
চিন্তা-চেতনা আছে সকল
নিজস্ব আখের চাই।
আপন-পর সকল হারায়ে
পর করছে আপন।
আসল নকল চিনতে দায়
কে আছে শোনার।
সময়তো নাই কারো জানা
শত্রু-মিত্র-ভাবনা।
আলোর পথ হারায়ে অন্ধত্ব
সাধনা চাহে ওহে!
যুক-যুবতী সহগামী তোমরা
নেশা নেই অর্জন!
প্রকৃত জ্ঞান আহরণে অনিহা
অমূল্য অযথা দাবী!
সত্য বলতে হবে কি লাভ?
জীবন চলার পথ।
মানুষের মত মানুষ হলেই
তখনই স্বার্থক মন।
মানুষ যদি না হতেই পারো
দাবী পূরণ তাতে কি?
সভ্যতার আড়াল জীবন যেন
সুখের পরশ খোঁজে।
সুজ্ঞান সুঅর্জন সুকর্ম ফলই
প্রকৃত রস আস্বাদন।
নিজ জীবন ধন্য যেমন তেমন
পরিবার পরিজন সদা।
সর্বদাই সাথে রবে সুখ পরশ
আপনারে আপন বলে..
সে তো আপন নয়'রে এ'ধরা
বড়ই আপন-পর চেনা।
দেশ বাঁচাও তোমরা বাঁচো ঐ'
সুচিন্তা-চেতনা মানবতা।
কখনো যুদ্ধ-বিগ্রহ সুখ-শান্তি
ভালোবাসে বাসে দ্বন্দ।
যেন লেগেই থাকা পছন্দরত
শোন সকল মানুষরা।
শোন সবে কান পেতে শোন
মানব জীবন রাখতে..
একে-অপর সুখ-শান্তি পরখ
পরম আপনত্ব গ্রহণে।
রক্ত রক্ষা অভিমাণ অভিপ্রেত
সংযত করতে জানো।
নিজে রক্ষা পাও; দেও দেশকে
যুদ্ধ নয়' শান্তি সভ্যতা।
অভিমানী মানবতা জীবনবোধ।
এসো সংকল্প করি।
কোন সংঘাত নয়' চাও শান্তি
এসো সুখে থাকি সদা।