জীবন চলার পথে অনেক স্মৃতিই অঙ্কিত হয়
ভাল মন্দ সবই স্মৃতির মনকুঠিরে রয়ে যায়।
কোন কিছু চাওয়া-পাওয়ায় থাকে মুক্ত প্রাণ
হৃদয় মাঝে জাগে অপেক্ষিত কতকথা স্বপ্ন!
পথিক আমি পথ ধেঁয়ে চলেছি একা একাই
কেউ হয়তো অনুস্মরণে বলে ছিল শুনছেন?
হ্যা' আপনাকেই বলছি; বেশ তো দেখতে!
কোথায় থাকা হয় স্মার্ট সুশ্রী সুদর্শন যুবক?
এদিকেই বুঝি তাই মাঝে মধ্যেই দেখছি
কোথায় গ্রামের বাড়ী, থাকেন কোথায়?
কেন এমন করে জানছেন আমাকে নিয়ে'
জানতে পারি কি আপনার সুন্দর মুখে?
অপরূপ আপনি শোভা ছড়ানো হাসিতে
যেমন সুরূচীপূর্ণ মানুষ তেমনি ব্যবহার!
বাহ্ গঠন ঊষার আলোক শোভায় ভরা
পরিপূর্ণ করেই ঢেলে সাঁজ বিধাতা দান।
হঠাৎ পরিচয় কোন ভুল হলো কি বলবে
জানা মতে কোনই ভুল তো দেখছি না।
তবে কেন আপনার সাথে এমন পরিচয়?
চলি বেশ থাকবেন অপরিচিত বলে কথা!
কেন আমাকে আপনার ভালো লাগছে না
না ঠিক তা নয়! ভাল লাগা না লাগার কি?
হঠাৎ অপরিচিত আমি আপনি সব সময়
সব কিছুই ঠিক মনটি ঠাঁহর খুঁজে পায় না।
আমি আসি তবে, ভুল হলে ক্ষমা করবেন
ভাল থাকবেন সুন্দর মানুষ মঙ্গলময় হোক।
সেই কামনা আশাবাদ ব্যক্ত বিদায় এপর্যন্ত
হঠাৎ দেখা কখনো সুখ-প্রেম-মহত্ত্ব-অদেখা।
××××××××××××××××××××××
বাণী:হঠাৎ পরিচয় কখনো মানুষ মানুষের প্রকৃত বন্ধু হত পারে না। প্রকৃত বন্ধু হতে হলে এক মানুষ অপর মানুষ হতে অনেক জ্ঞানার রয়। আর সেই জানাই হল প্রকৃত বন্ধুর বন্ধন জ্ঞান ও চর্চা পরিচয়। অন্যথায় হঠাৎ কোন অনাকাঙ্খিত সুখ-বার্তা পেয়েই খুঁশি হতে হয় না। উক্ত বার্তা হতে জ্ঞানার্জন করা ও সেই হঠাৎ সুখ-বার্তা সম্পর্কে নিজকে জিজ্ঞাসা করা আমি কি এমন কর্ম করেছি যে, এই প্রাপ্তি? তবেই স্পর্ষ্টতার অপর নামই মানবতার মানবিক পরিচয়।