এমনই একটি ভাবনা মনে চাপলো
তখন সন্ধ‍্যে বেলা।
মন বলে ছুটে চল না যা নানা বাড়ি
আর ছুটে চললাম।

মা বললেন কোথায় এখন সন্ধ‍্যে বেলা?
নানা বাড়িতে মা!
কিরে বাবা এমন কি কথা নেই বার্তা নেই
পূর্বেও বলনি আমায়।
************************
বাণী: হঠাৎ কিছু মাথায় আসলেই পজিটিভ মনে করাটা ঠিক নয়। যে কোন বিষয়েই একটু সময় নিয়ে ভেবে চিন্তে তারপর স্থিরতায় সিন্ধান্ত গ্রহণ করা উচিৎ। যারন‍্যায় ক্ষতির চেয়ে কল‍্যাণ করই বেশী হয়ে থাকে।