হে আল্লাহ্ আমরা সমাজ বুকটি
এমনই একটি স্থান!
মুখে বলি আপনার কথা আল্লাহ্
তিনিই সবই দেখেন।
অপর দিকে একই মানুষ মুখটি
বলে কতই না কথা!
ছেলে-মেয়ে-ভেদাভেদ-পরিবার
সনাতন ধর্মীরা চায়..
অধিকাংশে পুত্র সন্তান এ'ধরণী
সবাই যদি ছেলে চান!
বিধাতা যদি সত্যই সহমত হন
পূরণ ব্রতঃ কেমন হবে?
এমন চাওয়া কেনই বা চাইবেন
নয় তো শুধু সনাতনরা।
ঐ'রকম চাওয়া অনেকেই চাইতে
দেখা-শোনা-দ্বন্দ-চলে।
প্রকৃত পক্ষেই বলি ওরে অবুঝরা
সন্তান হল আল্লাহর দান।
হোক সে ছেলে আর মেয়ে উভয়
সমাজ তটেরই মূল্যবান।
সকলেই সমান পরিপূরক সভ্যতা
নারী-পূরূষেই পরিপূরক।
সৌন্দার্য বর্ধনও সেরার সেরা এক
দেখতে কি পাই না আমরা?
দুনিয়াটা কতটা সুন্দর শিশু কিশোর
নারী-পুরূষরা এ'জগৎখানা!
আসুন আমরা জেনে রাখি মেয়ে বলে
নয়তো পার্থক্য মন মধ্যে।
নারী হয়ে নারী শিশু নয়তো অপছন্দ
এমন মন মানসিকতা কেন?!
মানুষ সভ্যতার অচেনা হীনমন্য মানুষ
ত্যাগে সহমত সমগ্র জাতি।
হে আল্লাহ্ দাও না সহি বুঝ মানুষ হ্নদ
তবেই শুকুরিয়া একে অপর।
সন্তান হবে নারী না পুরূষ তাতে হাত
থাকে না মানুষেরই উহার..
সব রহস্য একমাত্র বিধাতারই জানা রয়
আমরা মানুষরা অকারণ দোষারোপ করি
মানুষ হয়েই মানুষকেই। যা কখনো নয়
দুনিয়া-আখেরাত কাম্য চেতনা সভ্যতায়।
সভ্যতা পরিচয় তবেই নারী-পুরূষ সমান
হে আল্লাহ্ নারী-পুরূষ দাও সমান সমান!
তবেই থাকবে না বৈষম্য তোমারই সৃষ্টির
অবুঝ সেরা জীব মন হতে অপ্রিয় চাওয়া।
************************
বাণী: নারী-পুরূষ শিশু যে সকল মানুষ বৈষম্যের পরিচয়ে দেখেন। প্রকৃত পক্ষে ঐ'সকল মানুষেরা আল্লাহর বিধানকেই অস্বীকার সমতুল্য। যা কখনোই কাম্য নয়।