হাতের কলম চলবে লেখা মানবতায়
সেই কথাটি মানবতা কে রয়?
কিসের নেশায় কেমন করে চলি মনুষ্য
কলম সত্য লিখবে দেশাত্মবোধ!

কলম কখনো করবে না মিথ্যা রচনা
তবেই কলমেরকালী রচিত স্বর্গ।
লেখক ও কলম হবে এ'দেশ জনতা
এক অনন্য সভ্যতা ছড়ানো মন।

হাতের কলম হয় যদি অসভ্য রচনা
ব্যস্ত থাকে নানান কল্পনা ভরা।
সেই কলম চাটুকবাজ নয়তো সভ্য
সত্য নিষ্ঠতা সমাজ তটে দেখা।

ঐ;রকম কলম বাজ যতই হউক না
বিশ্ব সুন্দর কলমে হাতে লেখা!
ওরাই অমানুষ অসভ্য সমাজ নোংরা
কলম দ্বারা স্বাক্ষর অলক্ষ্যে।

লক্ষ্য পথ ভ্রষ্ট তো সেই কলম চালক
যারাই করে কলম দ্বারা অকর্ম।
বিদ্যান ভাল তবে শিক্ষিত অভদ্রে নয়
হাতের কলম হবে উদ্ভাসিত মন।

শিক্ষা-দীক্ষা-সফলতা-সবুজ-শ্যামল
উন্নত মম করি শীড় উচ্চতায়!
নয়তো মাথা হেলানো এ'ধরা অসত্য
কলমে লেখা শব্দ যেন স্বর্গ পায়।
××××××××××××××××××
বাণী: কলমের লেখা যখন মানুষ অর্জন করে। আর সেই লেখা যদি সত্য-নিষ্ঠায় চলমান জীবন-যাপিত হয়। তবেই মানুষ সুশিক্ষিত ও কলমের লেখার সুন্দর স্বাধ পেয়ে স্বর্গীয় হতে পারবে। অন্যথায় দূ'জন বিদ্যান ছাড়া আর কিছুই নয়।