কোথায় সুখের ঠিকানা জেনে রাখা চাই
আমরা মানুষ মানবতা মন।
বেড়ে উঠি একত্রে একটি পরিবার সমেত
জানা রয় আপন পর সকল।
এমন আপন মা-বাবা-দাদা-দাদী-পরিবার
ভূক্ত সকল জ'না আপনত্ব।
যে যেখানেই থাকি না কেন পরিবার মহত্ব
মন মধ্যে এক সীমাহীন ঠাঁই!
যত করি বাড়ি-গাড়ি-ব্যবসা-বাণিজ্য অর্থ-
কড়ি আয়-রোজগার তবুও!
অভাব দেখা যেন অদেখা ক'টি দিন গেলেই
টান পড়ে সুখ ঠিকানা প্রতি।
অট্টলিকা শান্তি কোথায় সামান্যতম ঐ'পল্লী
মমতা মায়ের টান পিতামহ।
সে চেতনাবোধ জাগ্রত চাই সকল সন্তানত্ব
ভুল যেন না হয় কোন কাল।
জনম জনম মনে রেখে ভাই-বোন-প্রতিবেশী
আপনত্বরা দেখা কথা বলা!
আলাপ-চারিতা খোঁশ-গল্প-স্বপ্ল-ছোট্টবেলার
কত সব স্মৃতি আঁকা মনটি।
শহর আলোর আঁড়ালে রয় ধূম চাকচিক্ক নয়ন
সব মানায় অর্থখুশি পকেট।
গ্রাম যেন সামান্য দু'পঁয়সা পকেট বেশ আনন্দ
পরিবার সবাই সুখ ঠিকানা।
***************************
বাণী: পরিবার হল ঔষুধ! যতই মানুষ বড় হয়ে অর্থ ধন সম্পদের ভরপুর হোক না কেন। নিজ পরিবারের বন্ধনের মত সুখ কোথাও খুঁজে পাওয়া বড়ই ভার।