খাবার হয় লোভনীয়
খাবার দেখে জল!
জল আসে জ্বিহবাতে
লোভ বেসামাল।
তারপর সেই মানুষরা
যদি হয় হা-ভাত!
অলস মানুষ খায়বেশ
কর্মঠ মানুষ কম।
বিকৃত মস্তিষ্কে চাওয়া
ধন-দৌলত চাই!
যেকোন উপায় চাই'ই
হোক পর আপন।
কে আপন আর কে পর
ওরা সেই অপদার্থ!
আবার পরিচয় মানুষের
নিজ কল্যাণ অদেখা।
অপরের কল্যাণ হিংসায়
ভরা ডুবি এ'মানুষ?
কোথায় ওদের ধর্ম-কর্ম?
হা-ভাতের দলেরা?
****************
বাণী: খাওয়া-পরার জন্য যেহেতু এসেছি তোরা। তবে ভাল ভাবে খাওয়ার প্রচেষ্টা করা। অন্যথায় হা-ভাত খাদক হলে লাভ কি হয়।