মন মাঝে যা কিছু কথা প্রকাশ‍ পায়
সব কথাই কি আর বলা যায় সর্বত্রে?
মানুষ মানুষের জন‍্য এই কথাটি সত‍্য
চির সত‍্য চিরন্তন এক অভিন্ন রূপক।

সব চেনা যায়; ধরা যায়; যায় না শুধু
মানুষ রূপী বহু চেতনাবোধ বিজ্ঞদের।
আসল আর নকল কোথা রয় অজানা
আসল ফেলে নকলকে চলি কত রঙ্গ।

হাই'রে মানুষ রঙ্গিন মানুষ কবে বুঝবি
এ'জগৎ খানা বড়ই নিষ্ঠুর অজানায়!
এসো মানুষ এসো স্বপ্ন আঁকি বাঁকে
বারেক ভিড়াও তরী কূলে'তে এসেই।

বারেক কহে শোন সখা নেই সংশয়
তুমি পথিক হবে পারাপার ঢিঙ্গি তাই।
বিধাতা দয়া আমি করবো পার সকল
রহমত চাই ঐ'উপর আল্লাহর স্মরণে।

মন মাঝ খেলা ঘর পুতুল হাড়ি পাতিল
সভ‍্যতার শিক্ষা করতে হয় আয়ত্ব মন
প্রাণ উচ্ছাস চঞ্চলতা বিকাশ মাধূর্য‍‍্য।
পাঠ সাধন সাধনা এক অনন‍্য সেরা
গভীর স্বপ্ন আঁকা অঙ্কিত মূক্তমনটি।

প্রত‍্যয়ী জীবনবোধ রচনা এ'ধরণীতে
চলছি চলার মত তাই পাইনি কোথাও
ঠিক ঠিকানা মানবতা কথা কোথায়?
সেই গভীর স্বপ্ন অঙ্কিত জীবনবোন।
**********************
বাণী: মানব জীবন গঠন ও গড়ার ক্ষেত্রে প্রয়োজন ধীর মনোবল তৈরি করা। আর সেই মনটিতেই বিধাতার আর্শীবাদ গ্রহণ করত: সুন্দর ও সত‍্য-নিষ্ঠার ভবিষ‍্যৎ চেতনাবোধ অপূর্ব মানুষ গড়ে উঠতে সক্ষম। তবেই সেই মানুষেরাই উত্তম মানুষ সমাজে তৈরি হতে থাকবে। অন‍্যথায় যা যাবর মানুষ ব‍্যতিত আর কিছুই নয়।