এই শুনেছেন নাকী
শুনুন আসুন আমরা
গল্প করি!
কেমনে গল্প লেখে?
গল্পের আবার কথা
ভাবতে হতবাক হই।
শুনুন না চলুন লেখি
আপনি একটি বলুন
কেমন করে বলছেন?
জানি আপনার জীবন
কতস্বপ্ন ছিল এখন!
কেমন আছেন বলুন।
জীবনটি মানেই ঘটা
মানব জীবন পথচল
কতকথা কত ঘটনা।
সুখ-দুঃখ-বেদনারই
পরিবার পরিছন বন্ধু
সহযোগী সাথী সকল।
শিশুকাল শেষ আজ
অদ্যকার বয়সন্ধি ঐ'
পথচলা যেন একক।
সবিশেষ কেহ কারো
এ'ধরিত্র'র বুকে নেই
থাকে না একদমই।
মানুষ জাতির ভাবনা
ধর্মীয় বন্দনা মনুষ্যত্ব
জ্ঞান বিজ্ঞান বিজয়।।
তার পরেও কেন যেন
মানবতায় সংশ্বয় দেখা
কিসের নেশায় চলছি?
কোথাও শান্তি সন্ধ্যান
পেলেও সুখি নই'তো
কেন যেন দিক হারা??
আসলেই মানুষ কি হই
আমরা মানব জাতি?
মানুষ কি হতে পেরেছি?
মানুষ হওয়া কি সহজ?
না জটিল কুটিল বিষয়?
না না না খুবই সহজ।।
মন প্রাণ হ্নদয় আত্মা
চেতনাবোধ শক্তি যদি
বিধাতার বিধান মান্য।
অর্জন জ্ঞান সভ্যতার
সঠিক পরিচালিত হই
তবেই শান্তি সঠিকটি।
কি আর লিখব গল্প
জীবন চলার পথে!
কত ঘটনা স্মৃতিরয়।