জীবন চলের পথে অনেক বড় যুদ্ধ করেই বেড়ে ওঠা
এমন মানুষ রয় পরিবার ও সমাজ বুকে।
যারা একশ্রেণির বিয়াবদী ও সঙ্গবদ্ধতায় জীবন চলে
ওরা কখনো মানুষ হতে পারে না এ'ধরা!
কত কথা জানা রয়েছে ওদের অসভ্যতা চলন-বলন
ওরা হায়া পরচর্চা সর্বন্যাশের বদমাহিশরা।
কথা বলে ধিক্কার দিয়ে হ্যায়পতিপন্ন ছোট করা মন
সাথে নেয় আরো একই মন ভক্ত দল ঐ!
কাজ-কর্ম করে ঠিকই জীবিকা নির্বাহ মন মন্দ নয়
তবুও ওরা হারাম জাদার শেষ কোথায়?
মানুষ নাম ওদের পশু রয়েছে মনুষ্যত্ববোধ অমানুষ
জন্মই ওদের শেষ অব্দি বেঁচেও মৃত্যুমন।
ওরা পারে না ধ্বংস নামক কান্ড সব ঘটাতে জানে
ওদের মাঝে বিধাতার দয়া অজানা জ্ঞান!
কারণ থাকা রদরকার হয় না ওদের ভিনা কারণেই
করতে পারে আপন জনায় সহিত বিবাদ।
সে সকল আপনত্ব হতে দরকার সাবধান অবলম্বন
ওদের সাথে কোন প্রতিউত্তর ও যুদ্ধ নয়।
কোন মত মুখ বন্ধ করে মানুষের মতন মানুষ হতে
প্রতিজ্ঞা বদ্ধ হয়ে জীবন গড়ার স্বপ্ন প্রত্যয়।
একদিন ঐ'সকল পাষন্ড হতে সেরা ও উত্তম হওয়া
দীক্ষা নিতে বিধাতার দয়া ও রহমত চাওয়া!
চাওয়ার মত চাইলে অবশ্যই বিধাতা দেন মনভরে
সেই পবিত্র প্রাপ্তি অফুরান ঘর ভাহির যশ।
খ্যাতি সর্বোত্র এক অনন্য জীবন শুভক্ষণ সর্বোজন
শত শ্রম ও শত প্রতীক্ষিত বড় হওয়া স্বপ্ন!
একদিনেই নয় আশার আলোর প্রদীপ নীভু নীভুত্ব
আজ কাল করে এই সংশ্বয় এই বিজয়!
জীবন দিক বিজয় সেরা মানুষ হতে সেরাটাই পেতে
সহায় সকল বিয়াদবের বিয়াদবীকে হারে'
উত্তম উত্তমতায় উন্নত মন মানসিকতা জীবন উপহার
আজিকের প্রশান্তি সুন্দর পিছু কথা ফেলে।
পিছু লোকে কিছু বলে আপন আর পর পিছু কথা নয়
কান সামন চলা সেই উত্তম একা চলাবেশ।
পিছন যারাই লাগে নয় সামন পিছু কথা কান নয় তো
ঠিক সিন্ধান্ত নিজকে গড়তে হতে প্রতীয়মান।
দেখা মিলবে একদিন সকল শ্রেণীর পিছু লোক বদেরা
অধঃপতন জীবন যাপন অসহায় করছে পার।
তুমি থাকবে সেই জগতেরসেরার সেরা অবহেলা উত্তম
ওরা চোখে জল ফেলে বলবে ভুল ছিল জীবন।
কত কথা বলেছি বিনা কারণ কত ষড়যন্ত্র করেছি মন
তাই তো আজ পেলাম শাস্তি ক্ষমার অযোগ্য।
এমন জীবন আর চাই না; কেউ যেন আর এমন করে
মানুষ হয়ে মানুষের সাথে অকারণ যুদ্ধ সংঘাত।
ঐ'রকম পাপ কখনো ঘুচবে কোটি রাকাত নামাজেও
বিধাতা কখনো ক্ষমা করেন না অপর ক্ষতি করা।
মানুষ মানুষেরই সাথে হিংসা-বিদ্বেষ-পরনিন্দা-চর্চার
একে অপর ক্ষমা না করলে দেশদ্রোহী মন অতৃপ্তি।
ক্ষমা নয় বিধাতা হতে ক্ষমা হবে যার সহিত করা হয়
সে যদি ক্ষমা করে এমন করেই হবে প্রকৃত ক্ষমা।
ওরে মানুষ মানুষ হবে করবে না অহমিকা অহং ভাবনা
কিছু যুদ্ধের কথা বলা যায় না অপ্রকাশ রয় কষ্ট।
********************************
বাণী: মানুষ মানুষ হতে কষ্ট পেয়ে থাকে। উক্ত কষ্ট অনেক সময় মনের মধ্যে চাপা ক্ষোভ থাকে। যা যুদ্ধে ক্ষত বিক্ষত ক্ষতিগ্রস্ত হওয়ার থেকেও বড় ধরণের অন্তরায়। তাই মানুষ হয়ে কখনো এমন কোন কর্ম কান্ড না ঘটানো। যার ফল ভবিষ্যৎ একদিন সংশ্বয় ঘটে। তখন আর শোধরানোর সময় থাকবে না।