প্রকৃতি যেন অপূর্ব লীলা ভূমি
বিধাতা খুব সুন্দর ক্ষণ!
অপেক্ষিত অসাধারণ শোভায়
শোভিত চমৎকার ফসল।

উর্বর জমিন সবুজ ফসল শোভা
মন ভরে যায় সমাহার ঐ'
হরেক রকম শষ‍্য শ‍্যামলেতে ঘেরা
কত শোভা ছড়ায় মানুষকে।

উতাল পাতাল প্রকৃতির লীলা ভুমি
নদী নালা খাল বিল সমূদ্র!
সবই প্রকৃতি অবিস্মরণীয় রূপসীর
অপূর্ব শোভা গ্রহণে রই ধীর।
চলমান