এই দেশ আমার আপনার জন্ম-প্রজন্মান্তর
আমরা থাকবো না; প্রজন্মরাও থাকবে না।
জন্ম-জন্মান্তর যাবো চলে থাকবো না কেউ
এ'ধরণীতে প্রকৃত পক্ষেই কি আমরা জানি?

যদি জেনেই থাকি তবে কেমন করে করছি
হরহামেশায় মন্দ-স্বভাব অপকর্ম ভরা মন?
ইতিহাস কথা বলে বইপুস্তক পড়ে জেনেছি
মীরজাফর, রায়দূর্লভ, ঘোষেটী বেগমদের..

কৃত-কর্ম-কুকৃত্তি-ধ্বংস-লীলা-খেলা-চক্রান্ত্র!
বহু-কু'কলা-কৌশল-ঘর-শত্রু-বিবিশিখার
শেষ ছিল কি মীরজাফরী করার মত কিছু?
মানুষ যখন অন্ধকার যুগের ছিল অশিক্ষায়..

কুশিক্ষায় মদ-জোয়া নারী অবহেলার জোর
মূল্লক সব পাশবিকতার নির্মম ইতিহাস কথা।
যা বিধাতার দয়ায় শিক্ষা লাভ সভ‍্যতা পায়
মানুষ বিবেক বিবেচনা মনুষ‍্যত্ব বিলাপ কথা।

ঐ'মীর জাফরেরাও শেষ হয়েছে বহু পূর্বেই
আজ আর নেই। রয়েছে তাদের কু'চরিত্র ইতি-
হাস কথা। অনেক তরাই-উৎরাই মানুষ পেল
সভ‍্যতা। এরপরেও মানুষ কেন অসভ‍্য হয়?

২৪/০১/২০২৪
--------------
মিরপুর-১, ঢাকা।

অভিযাত্রিক-২০২৪