ইতিকথা কেমন করে বলতে হয়
সহজ ভাষায় অনেক রকম বলি!
বিদায় বেলায় অজানাতেই বলা
ইতি আমি আমরা আসি বিদায়।
ইতিকথাটি এমনই মর্যাদাপূর্ণের
দেখা অদেখা এক সাথে চলায়..
আপন হয়ে যায় কথা সকল জনা
তারপরও একে অপর দেয় বিদায়।
আমরা মানুষেরা প্রকৃত কি মানুষ
এমন সকল মানুষ সৃষ্টিরই সেরা।
না হলে মানুষ হয় আশরাফুল গুণি?
আকাশ ভরা আলোক ছড়া উজ্জ্বল!
একটি বিদায়ের সম্ভাষণ সূস্বাগত
কতটাই খুঁশির পরশ ভালো লাগা।
সেই মন এক মানুষ আরেক মানুষ
সুন্দর দিকটি রচিত হয় উভয়-প্রতি।
**********************
বাণী: জীবন চলার পথে বহুবার ইতি কথা টানতে হয়। আসলেই কি শেষ কথা শেষ হয়? প্রকৃত পক্ষে ইতি কথাটি ঐ'ভাবে না বলাই উত্তম। আমি মনে করি এই ভাবে কোন কর্ম শেষ হলে বলা যেতে পারে আজ তাহলে আসি। তবে শুদ্ধ বাক্য উচ্চারণ সমাজে ইতি শব্দের প্রচলিত বাক্যটি সমাজের মানুষ শুদ্ধতা লাভে ধন্যতা পাবে। তা না হলে মানুষ প্রজন্ম থেকে জন্মান্তর ভুলই থেকে যাবে।