২৫'শের একুশ মানে বাংলা ভাষার নতুন মাত্রা
বৈষম‍্য দূরীকরণ শহীদদের আত্মার শান্তি!
মাতৃভাষা বাংলার জন‍্য যে সকল শহীদ রক্তের
বিনিময়ে মায়ের ভাষা রক্ষায় প্রাণ পণযুদ্ধ!

আমরা বাংলার সর্বস্তর জনতা কখনো ভুলব না
আজ সেই দিনটিউনিশশত বায়ান্ন স্মরণীয়।
বরবর জাতি পশ্চিম পাকিস্তান তারা চেয়েছিল
ঊর্দূই হবে বাংলার জনতার ভাষা তাই ঐ'

অনাধিকার চর্চা মেনে নিতে পারেনি আজকের
ঐ'শহীদ বেদীর স্মৃতি চারণ সকল শহীদরা।
তাই তো আজ সকল শহীদ স্মরণে বিনম্র শ্রদ্ধা
অর্পিত বাংলাদেশের সর্বস্তর শহীদ মিনারে।

মাতৃভাষা আজ স্বাধীন মুক্ত বাংলার আকাশখানা
পেয়েছে ভাষার স্বাধীনতা বাঙ্গালীর বাকে!
তাই তো বাংলা ভাষার মর্যাদায় সকল বাঙ্গালীরা
শুদ্ধ ভাষা চর্চায় মনোনিবেশ অধিক জ্ঞান..

আহোরণ অবধারিত। ভাষা হয় একটি দেশ শক্তি
যে দেশের নিজস্ব ভাষার প্রতি কদর রাখে।
মন-প্রাণ দিয়ে মায়ের মত আগলে রাখতে জানি
সেই দেশ কখনোই অন‍্যের নিকট পরাস্ত নয়।

আমরা করব জয় এ'বাংলা নব-জাগরণ সুগঠিত
যদি থাকি এক বিজয় সকল প্রতিকূলতাতেই।
জাতি হিসাবে বাংলার গর্ব যথার্থ সুরক্ষা রক্তক্ষয়
সেই চেতনা একক সত্ত্বার পরিচয় বহণ সদা।

আমরা বাঙ্গালী থাকব মিলেমিশে জাতি সত্ত্বা বন্ধন।
শুভকামনা শুভ চেতনা নারীর টান চিরজীবি।
অমর একুশে ফেব্রুয়ারী অমর হোক আর্শীবাদ ব্রতঃ
আমরা বাংলা সন্তান; আমরা বাঙ্গালী দীক্ষা।