পবিত্র ঈদ এসেছে ঈদ
এই তো আর ক'টি দিন
সতের মার্চ'২০২৪ ইং।
অনুষ্ঠিত কুরবাণীর ঈদ
অফিস আদালত সকল
কর্মসংস্থান বন্ধ হয়েছে।

এই দেশ বাংলা সর্বত্রে
পাহারাদার রয় প্রহরায়।
ঐ' অতিসামান‍্য কর্মচারী
ওদের জীবন নিয়ে কেউ।
ভাবে না কখনো বিত্তবান
যৎসামান‍্য বেতন সংসার!

পরিবার পরিজন অদেখা
দায়িত্ব পালন কিংকর্তব‍্য।
এমন জীবন সৃষ্টির শুরূর
অদ‍্যবধি চলমান ওরাও।

ঈদ শুভেচ্ছা ওরাও ভোগ
জানি সভ‍্যতা ব‍্যতীত ঐ'
সুন্দর একটি অশুভ চল।

কোথায় মানবতারই কথা
যে টাকা বেতন পায় ঐ'
কিং কর্তব‍্য পরায়ন প্রহরী
বর্তমান নয় থেকে দশ..
এগারো হাজার টাকা।

ঐ'সামান‍্য টাকায় কি হয়?
যে খাদ‍্য-দ্রব‍্যের মূল‍্য।
আরো কতশত ব‍্যবসায়
প্রতিষ্ঠান রয় একই চল।

যতই দেশ উন্নত হোক না
ওদের জীবন দায়িত্বের
দিক থেকে গুরু দায়িত্ব।
জীবন মান মূল‍্যায়ন শূন‍্য

এই হচ্ছে সমাজ সেবক
শিল্পপতি দেশ বরেণ‍্যরা।
অপরদিকে শব্দরা জানে
কেমনে শব্দ ভান্ডার পায়।

স্বার্থকতা জীবন চলা পথ
গরীব-দুঃখির দুঃখ-কষ্ট!
উৎসব নাম জপ শুন‍্যতা
অনন‍্য সুখ বেদনা প্রাণ।

কে কাকেই বা দেখে ঐ
সকল লোক নিয়ে ভাবনা।
সাম‍্যেরই অভাব সমতায়
বিধাতার বিধান কিতাবে।

হিসাবে গরু গোয়াল শূন‍্য
ধনিরা আরো ধনী হবেই।

ঐ'গরীবেরা আরো গরীব
থাকবে জীবনবোধ চেতনা।
ঈদ আমায় ভাবায় কিসের
ঈদ কোথায় ধর্ম মানবতা?

হে আল্লাহ্ রক্ষায় রহিও
সকল মানুষ মানবতায়।
একমাত্র তুমিই পারো
সভ‍্যতা ফিরাতে সাম‍্য!
ঈদ মোবারক ঈদ! ঈদ।
**************
বাণী: মানুষ হিসাবে এতোটাই বৈষম‍্য জীবন চলার পথে দেখা ও মানবিকতার কথা শোনা। প্রকৃত পক্ষে মানুষের ধর্ম বলতে কিছুই পালনীয় হয় কি না। সৃষ্টিকর্তাই একমাত্র ভাল জানেন। তবে আমার যতটুকু জানা মানুষ বড়ই পাপী। এক মানুষকে ঠকায়ে আর মানুষকে করেন খুঁশি অপর মানুষ হয় অখুঁশি। তবে বলি কি করে মানুষ হতে পারে ভাল মানুষ। বৈষম‍্য যত সময় একটি পর্যায়ে দূর করা সম্ভব না হবে। আর ব‍্যবধান দুর না হবে, ততোদিন এই সমাজ মিথ‍্যা ধর্মপালন করেই শেষ হয়ে অপরাধী মন দেহ ত‍্যাগ করবে।