অনেক আশা আলোয় বাঁধানো বাঁধন
সে হল অনেক আদরের ছোট বোন।
আমরা স্বামী-স্ত্রী ঢাকার মিরপুরের
এক এর আহম্মদ নগর বসবাস করি।

স্থায়ী ভাবে বসবাস করছি দুইহাজার
ঊনিশ সন হতে বোনটি আসেনি এই
বাসাতে। হতাশ হতামকেন এলো না
হয় তো বোনটি সময় পায় নাই তাই।

এই তো পবিত্র কোরবাণীর ঈদ কে
সামনে রেখে একদিন পূর্বে আগমন
বুধবার ফরিদপুরের গোল্ডেন লাইন
এয়ার কন্ডিশন পরিবহণে পদ্মাব্রীজ।

হয়ে ঢাকার গুলিস্থান স্টোপিজ আমি
অপেক্ষিত সময় তখন রাত আটটা
বাজে। এলো এলৌ আসছে পোস্ত-
গোলা সড়কে জ‍্যাম্প সেই না বিলম্ব।

আমি অপেক্ষিত মন প্রিয় ছোটবোন
আসবে বলে অধিরচিত্তের প্রতিক্ষিত।
সময়ের অনন‍্য প্রকাশ ভাবনার খুঁশি
ঈদ আনন্দ ভাগ করে নিবো সকল।

খুব মজা হবে একে অপর কত সুখ
অনুভাব এ'জগত খানা বুকে খুশবু
ছড়াবে মহত্ত্ব ভরা হয় যদি উপযুক্ত
প্রাণ আত্মার সম্মাননা জোয়ার তুষ্ট।

আসলে আপন জনার অসাধারণ মন
মানবিকতা জীবনবোধ পরিবার প্রেম!
এ যেন একটি মাতৃবন্ধন সহদর রক্ত
বয়েচলা এক ছত্র ঈদ খুঁশি আনন্দে।

এক স্মৃতি চাদর আবৃত্তের চমৎকার
বাসাতে তেমন কেউ নেই আমি ও
আমার স্ত্রী সাথে পেলাম ছোট বোন
ঈদ যেন অন‍্যমাত্রা নিলো খুঁশি পূর্ণ।
*********************
বাণী: রক্তের সম্পর্ক সব সময় সুসম্পর্ক ধীর করতে হয়। যার সুফল অনন‍্যতা লাভে পূর্ণতা পায়। এমন রক্ত সুসম্পর্ক বর্তমান ভেঙ্গে যাওয়ার উপক্রম। যার ফলে মানুষ আপন ফেলে পরকে আপন করে ভ্রান্ত জীবন দিশেহারা হয়ে পড়ছে। যা বোকামী ছাড়া আর কিছুই নয়।