ঈদ উৎসব মানেই খুঁশির জোঁয়ার
বহিবে আনন্দ উল্টাসিত হ্নদয়টি!
পরিবার পরিজন মিলেমিশে চলি
থাকবো খুঁশিতে ভরপুর উৎসাহে।
ঈদ মানেই আনন্দ সুখির পরশ মন
সেই মন কখনো পায় না যেন দুঃখ!
এমন করেই ঈদ পাবণ উৎসব করা
যেন সকলেই খুঁশিতে ভরপুর থাকি।
সুখের অসাধারণ পরম ছোঁয়া পায়
অন্তর মাঝে অতিমহৎ মহা রাজ্যেই।
পাড়া-মহল্লায়-ভাসে ঈদ উৎসবেই
ভাল লাগা রয় একে অপর সু'জনে!
পবিত্রতা ভরা হ্নদয় মধ্যে সুপ্ততায়
সুন্দর মন মানুষ আপন পর সকল।
বিরাজ পালনে রহিবে ঈদ উৎসব
মানবতা বিরাজমান বিধাতাও খুঁশি!
সেই আমরা যথাযথ করবো পালন
পশু কুরবাণী অবশ্যই দিতে হালাল
হক বৈধ উপার্জিত টাকায় ক্রয়কৃত
উপযুক্ত গরু-খাসি-মহিষ-উট-দুম্বা!
কোন অবৈধ ও অপ্রিয় ঈদ আনন্দ
কখনো হতে পারে না প্রকৃত উৎসব
ঈদের খুঁশি বিনোদন ধর্ম পালনীয়
এই কথাটি যকনই মন মধ্যে রয়!
তখনই মানুষ বৈধ যার যা কিছু রয়
তা নিয়েই পরিস্কার পরিচ্ছন্নতা মন।
ঈদ উৎসব মাতোয়ারা হ্নদে প্রশান্তি
আ-হা-কি-যে-খুঁ-শি-এ-কে-অ-প-র!
ঈদ!! ঈদ!! ঈদ!! ঈদ মুবারক ঈদ!!
ঈদের খুঁশিতে ভরে থাক সকল মানুষ
শিশুরা হল প্রদীপ শিখার মত উজ্জ্বল।
পিতা-মাতা হল আদর্শ পরিবার সদস্য
সকল মানুষ আমরা উত্তম ও পবিত্র হই।
সেই চেতনায় ঈদ যেন অনন্য মহত্ত্বতা
ছড়িয়ে সদা সর্বত্র সুঘ্রাণ মিলন ঈদেই।
**********************
বাণী: ঈদ আনন্দ চমৎকার মিলন মেলা। পরিবার হল সেই মিলন মেলার মূল উৎসাহ। তাই তো ঈদ আনন্দ ভাগ করে নিতে আপন জনেদের একত্রিত হওয়া ব্যতিত ঈদ উৎসবের কোন ব্যতিক্রয় ঘটলেই ঈদ আনন্দ কখনো সুন্দর উদযাপন সম্ভব নয়।