ঈদ এসেছে! ঈদ এসেছে! ঈদ!!!
ঈদের আমেজে বৈদ্যুতিক বাতি
লাইটিং সাঁজ সাঁজানো বৈশ লাগছে
সন্ধ্যার পরেই আলোকি ঈদগাঁহ্।
সারা মুসলিম জাহান পালন ব্রতঃ
স্থিরতা এক অনন্য অসাধারণ।
ধর্মীয় আচ্ছাদন অপূর্ব সেরা মনন
অপূর্ব শোভায় শোভিত ইসলাম।
ঈদের মাত্র একদিন অপেক্ষিত মন
আপামোর ধর্মপ্রাণ মুসলিমেরা।
আমিও একজন একই সাথী মুসলিম
হে আল্লাহ্ কবুল করুন ইবাদত।
ভালো রেখো সকল তোমার সৃষ্টিকূল
হ্নদয় মধ্যে প্রশান্তি রেখো সদা।
একমাত্র তুমিই ভরসা এ'ধরণীর চল
সঠিক জীবনের প্রত্যাশার আশা।
রক্ষায় রাখিও সুজ্ঞান ও সচেতনতায়
ঈদের আমেজ দোলায় ভরা হ্নদ!
পুলকিত করিও মানবতা সেরা তৃপ্তির
ঈদ বয়ে আনবে শান্তির দূয়ার।
**********************
বাণী: ঈদ আয়োজন একটি অনন্য ধর্মীয় উৎসব। যা ধর্মীয় অনুশাসন পালনে অসাধারণ শিষ্ঠাচার ও মানুষ মানুষের মধ্যে সৌহাদ্যপূর্ণতা বৃদ্ধি ও মহব্বত তৈরিতে বিশেষ ভূমিকা পালনে বদ্ধ পরিকর।
- কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব।