দুনিয়াতে মানুষের আসার সময় ঠিকই রয়েছে
আমরা মানুষ সত‍্যই এ'ধরাতে।
সবই বিধাতার দয়াতে আসতে পেরেছি আমরা
কিন্তু যাওয়ার সময় বলা মুশকিল?

এই সত‍্যটা জানতে যারা পারবো তারাই মনুষ‍্য
হে আল্লাহ্ জ্ঞান দাও দীপ্ত চেতনার।
ধর্মকর্ম পালনীয় যথা নিয়ম-রীতি সভ‍্যতা মনে
দুনিয়াতে চলতে সহায় হয়ো তুমিই!

অবুঝ শিশু জন্ম দশমাশ দশদিন মাতৃগর্ভ ধরা
কত স্বপ্ন আঁকা শিশু হবে বড় একদিন।
মানুষের মতন মানুষ হয়ে উজ্জ্বল করবে মুখটি
পিতা-মাতা-পরিবার-আত্মীয়-স্বজন।

এমন করে চেতনা ভাবনা বেড়ে উঠা মানব শিশু
বিভোরতা ঊষার আলোক ভাবনায়!
একদিন যায় আর সময় দিনক্ষণ জাগ্রত জাতির
আশার আলোক দীপ্তমান এক প্রাণ।

বিদ‍্যতা পূরণে চলে তড়িঘড়ি এ'কাল সে'কালের
কত অভিনয় জীবন চলাপথ নীড়ে।
অনেক বড় মানুষ হতে সচেষ্ট শতভাগ উচ্ছাসের
সময় ফুঁরায়ে যায় এ'কথাটি সত‍্য।
*****************************
বাণী: মানুষ মানুষের জন‍্যে। মানুষ মানুষকে ঘৃণা করে অপর আরেক মানুষের নিকটেই যাচ্ছে। অথচ মানুষই মানুষকে ঘুণা করছে। এমন কেন মানুষ চেতনা! শোন মানুষরা; তোমরা কল‍্যাণকামী হও! মানুষ হয়ে কোন অবস্থাতেই ঘৃণিত হও না। হও সভ‍্যতার বিকাল বিলাপ মানুষ। তবেই জন্ম যেন স্বার্থকতা লাভে ধন‍্যতা পাবে। অন‍্যথায় শূন‍্য গোয়ালে গরু পালার সামিল ছাড়া আর কিছুই নয়।