পূজা পূজা আজ দূর্গায় সপ্তমী পূজা
সনাতন ধর্মাবলম্বী এ'দেশ জনতায়!
ঐ'দেখো দেখো সকল কতটা সুন্দর
সাঁজ-সজ্জায় সজ্জিত অপূর্ব পূজাঘর।
প্রথম পর্ব দেখা এক এক সপ্তম পর্ব
করছে সকল ধর্ম চেতনাবোধ দীক্ষা।
ধর্ম হল শিক্ষা গুরু আদর্শ ঊষামনে
নানান রকম পর্ব উৎসব ঘটনা ঘটা।
দৃর্গা দূর্গা দূর্গা পূজা সপ্তমী জয়ধ্বনি
দূর্গা দূর্গা চমৎকার ধর্মীয় অনন্য প্রেম।
ভগবান চর্চা জ্ঞান সাধনা শতধারায়
এসো বন্ধু সকল দেখে আসি পূজা।
কত স্বপ্নগাঁথা রয় প্রতিটি বছর ঘুরে
আসে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মন।
উদার চিত্তে অপেক্ষিত ধর্মীয় উৎসব
ঘর ঘর আনন্দ মহালয় জাগ্রত প্রাণ।
শুভ শুভ শুভহোক কল্যাণকামীতায়
একে অপর পরস্পরায় মুক্তি পূর্ণে।
এই সেই দিনটি পূজা পর্ব চলমান
পেতে ভগবান প্রেম সূধা পেয়ালাটি।
দূর্গায় সপ্তমী আজ শুভকামনা তাই
সুখ শান্তি সূধী সকল ধর্ম প্রাণেরা!
করো আড়াধনা করো অর্চনা হ্নদয়
প্রাণ পণে মনটী হতে শিক্ষা জ্ঞানে।
পাবে প্রেম সূধা পাবে যৌবন প্রেম
মন আনন্দ খুঁশি অন্তর মহিমা সুখ।
চারিদিকে বাঁজে ঢাক-ঢোল-শঙ্খরা
সপ্তমীকে রেখে অস্টমী চলমান মন।
*********************
বাণী: প্রতিটি বৎসর ধর্মীয় উৎসব আছে সকল ধর্ম মানুষদের মাঝে। যা বিধাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও শিষ্ঠাচার শিক্ষনীয় অনুশীলনে। যা মানব জীবন নীতি-নৈতিকতা গঠনে সহায়ক। তাই ধর্মীয় অনুভূতির মানুষেরা ধর্মানন্দ শিক্ষালয় অপরিহার্য।