এই শূন্য দুনিয়ায় জন্ম প্রতিটি মানুষ
দুনিয়া গোলাকার এই কথাটি সত্য!
এরই মাঝে শিশুর জন্ম বেড়ে ওঠা
মা ডাকে বাবা ডাকে রই আজ যারা!
একদিন সেই তারাই পিতা-মাতা হয়
বড়ই আজব পূথিবী অনুপম গল্পের।
মাটির হাঁড়িতে রান্না হতো এক সময়
সময় ব্যবধানেই হাঁড়ির নাম পাতিল।
পরিবর্তন মাটির চিরচেনা কুমার রূপ
এখন কারখানায় তৈরি অটোমেশিনে'
স্ট্রিল, সিলভার, মেলামাইন, পিতলসহ
আরো অনেক ধাতু দ্বারা তৈরি পাতিল।
আসল কথা কি বিজ্ঞানের সুফলতায়
আবিস্কার এক অনন্য শোভা বর্ধনতা।
প্রকৃত পক্ষে স্যাম্পল নেওয়া হাঁড়িরই
শুধু মডিফাইড সভ্যতার বিকাশেরই।
পাত্র আসবাব পত্র আধুনিকতার ছোঁয়া
দেখতে ব্যবহার করতে সহজ লব্দ হয়।
ইট পাথরে পথ-ঘাট-ঘর-বাড়িও হচ্ছে
সভ্যতা ছোঁয়া অসাধারণ আকর্ষনীয়।
সেই সাঁজ ইট-পাথর ন্যায় মানুষ সাঁজ
চাইছে মন রং-তুলিতে ব্যাশভূষা চলন।
কি করে কোন উপায় অর্থ সংগ্রহ ব্যস্ত
জীবন চাওয়া-পাওয়া অযোগ্যতা দিক।
সময় যেন পায় কোনই সঠিক চাওয়া!
প্রেম জাগে প্রেম খোঁজ দিশেহারা প্রাণ!
আত্ম শুদ্ধিতা নেই ঐ'প্রেম মন বৈধ না
অবৈধ; আন দাও; নিয়ম নেই অনিয়ম।
চেতনা জগৎ দুনিয়া গোলাকার বিধাতা
কিসের খুঁশি! কোন কানন ফুল! কিসে
সেই খোঁজ রাখতেই ভুলে যাই ঐ'জ্ঞান।
মানুষ হতে প্রকৃত অর্থ জ্ঞান অর্জন লব্দ!
সেই দীক্ষায় দীক্ষিত হতে পারি ক'জনা
এই সমাজ বুকে? তারপর আমরা বলি
মানুষ আমরা পৃথিবী গোলাকার নয়নে
চোখ আছে তাই দেখা; দেখি ঐ'রকম।
আসলেই পৃথিবী যে সত্যই গোলাকার
প্রকৃত পক্ষে আমরা জানি কি সকলেই?
না জানি না; আসলেই জানা নাই সত্য
লোক-মুখে শোনা শেখা বুলি তাই বলি।
কেন মিথ্যা বলি এ'দুনিয়া নিয়ে জানি!
মিথ্যার পিছনে ছুটতে শেখা শুরুতেই
মনে মানব জীবন হচ্ছে মিথ্যাচার চর্চা
প্রকৃত পক্ষে জানতে হবে পৃথিবী কি?
জানার জন্যে দরকার শিক্ষা অর্জনের
জ্ঞান মূল্যবান পিপাসিত জীবনবোধ!
কোনটি সত্য; কোনটি প্রয়োজন সেই
ধর্ম-জ্ঞান অর্জন সবই বলা রয় গ্রন্থে।
অমূল্য দীক্ষা অতুলনীয় সাম্য সুউচ্চ
কৌতুক করিয়াও মিথ্যা বলা ম'পাপ!
নিষেধ রয়েছে হাদিস শরীফ অর্থবহে
দুনিয়া গোলাকার না কি সত্যটা জানা।
নয়তো ভুল শেখা শোনা কথা ভুলপথ
জীবন ভুলে ভরা চলন বলন সব ভুল।
ধর্ম কোথায় মানুষ মনুষ্যত্বতা বিকাশে
হাছা-মিছা-চল জীবন খোদা খুঁশি কি?
ঐ'ধর্মের কথা বলি মিথ্যাচার আত্মায়
পরধন লোভ অপকার সেরা সে মনটি
করি দান সদগাহ মানবতা সেবা নেতা
মানবিক মানুষ অপদার্থ ভুল পথ চল।
এমন করেই পথ হারা জীবন মান রচনা
কি ভাল হয় মানুষ রূপ পশু বসবাসে?
সঠিকটি শিখি সত্যটা জানি বলি সত্য
তবেই দুনিয়া গোলাকার বলাটা শুদ্ধ।
××××××××××××××××××××××××
বাণী:শোনা কথায় কখনও কান না দেওয়াই উত্তম। প্রকৃত কথা হল মানুষকে সত্যটা জানা ও সেই মতে সঠিক কথা বলা। তবেই মানব জীবন মান উন্নত হবে। প্রজন্মরা সঠিক দীক্ষা পাবে। আর সেই ভাবেই ওরা গড়ে উঠবে সঠিক মানুষ গঠনের মাধ্যমে। অন্যথায় কে বলেছে কান নিয়েছে চিলে! সেই না কানে হাত না দিয়েই চিলের পিছনে ছোঁটা গল্পের মতই জীবন-যাপন ছাড়া আর কিছুই নয় মানুষ রূপ অজানাতেই।