হাই'রে মানুষ রঙ্গীন মানুষ
আমরা সকল জ'না!
এই হাসি এই খুঁশি মানুষ
আমরা শতদল বল!

কত-গল্প-স্বল্প-বিনোদন
আনন্দের শেষ নেই।
এরই মাঝে দুঃখ-কষ্ট-মন
কেউ রয় দুঃখ নেই?

সুখ-দুঃখ-সব মিলায়ে মনুষ‍্য
জাগ্রতিক জাগত হ্নদয়!
সুখ পরশ পেতে খুঁজি ব‍্যতি-
ব‍্যস্ততা আসলেই কি সুখী?

এমন কেউ কি রয়েছে এ'ধরা
সব মিলায়ে মানুষ সকল।
মানুষ হয়ে এমন ব‍্যস্ততা নয়
দুনিয়াতে কেউ সুখী নই!

তাই তো বলি সুখ-সুখ নহে
বেঁচে থাকার তাগিদ চল।
বিধাতার দয়া পেয়ে কর্ম-ধর্ম
অধর্ম কখনো গ্রহণ নয়।

দুঃখ জনক কাজ কভূ নয়তো
মানুষ মানুষে এক অপর।
সু-কর্মফল গ্রহণ জীবন সহজ
দুঃখ-কষ্ট-ভাগা-ভাগী-ধরা।

বিধাতার বিধানের নিয়ম-রীতি
সুখ খোঁজ চেতনা বোধ!
সুখ-নেশা-অপকর্ম-করবে না
একে তো দুঃখ সঙ্গী রয়।
***************
বাণী: দুঃখ ব‍্যতিত মানুষ নেই। বিধাতার বিধানেও একই কথা  উল্লেখিত। সুখের খোঁজে জীবন নামক মানব প্রাণ চঞ্চলতায় অপকর্ম করে মিথ‍্যা সুখ সন্ধ‍ান অর্থবহ নয়। সেই মানুষেরা দুঃখী ব‍্যতিত কখনো সুখী মানুষ হতে পারে না।