আমি ভ্রমণ পিপাসী
কে তৃঞ্চা মিটাবে?
মিটাতে দিবে কাকে
কে দিবে তাকে?
জীবন তো একটিই
এ'জীবন শুধু চায়!
মনেরই সুখে ঘুরতে
আমিও ঘুরছি বেশ!
দেশ ভ্রমণ হিসাবে তৃতীয়
প্রথম তৃতীয় দেশ..
দুবাই এলাম ভ্রমণ করতে
রাত্র দশটা ত্রিশমিনিটে..
এমিরেট এশিয়ার বিগেস্ট এয়ারলাইন
এতো বড় এয়ারলাইনস!
প্রথম যাত্রা আমার আমিমুগ্ধ
সংকিতও ছিলাম বটে।
অনেক যাত্রী বহর চারশতের উদ্ধেযাত্রা
আল্লাহ্ রহমত নাজিল!
মানুষ কতটাই জ্ঞানী আবিস্কার বিমান
মানুষ কতটাই বুদ্ধিমান!
সবই আল্লাহর দয়া রহমত প্রাপ্তির সেরা
সেই মানুষ অপরাধী!
ভাবতেই আমার শরীরে শিহরণ জাগে
যাক দুবাই এয়ারপোর্ট!
ফিরে এলাম দুবাই এয়ারপোর্টে পুনরায়
নান্দনিকতার মনোমুগ্ধকর অবর্ণনীয়!
চোখ জুরানো মনভুলানো মাতোয়ারা দৃষ্টিনন্দন
প্রচুর পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত পোর্টটি।
আমি বলবো লেখকগণ ঘরের বাহিরে সময় করে
একটু সংযত হয়ে অর্থ অপচয় কম করে।
ঘুরে আসুন জানা অজানা অনেক দেশ বৈদেশগুলি
দেখবেন সীমাবদ্ধতার গন্ডি পেরিয়ে এক..
অনন্য কবি ও সাহিত্যিকের দ্বারপ্রান্ত ব্যাকুল করবে
লিখতে পারবেন অসাধারণ স্মৃতি কবিতা..
গল্প উপন্যাস জীবনবোধের অসাধারণ নিত্য-নৈমিত্তিক
শুধু মনের মধ্যে ঘুনে ধরা দু'টি হ্নদয় প্রেম..
বিরহের নষ্টালজী এক রকম যৌবন ধ্বংস কাহিনী নয়
তাই তো অজানাকেই জানতে বিরহ ফেলে..
সুদূর-দর্শিতা মন তৈরি করতে আমি একজন লেখক
তাই অন্য সকল লেখকদের উৎসাহ যোগাই।
সত্যই অতুলনীয় দুবাই এয়ারপোর্ট ভ্রমণ পিয়াসীরা
সকলেই উপভোগ করেছেন প্রজন্মরা করবে।
আজ এ'পর্যন্তই রেখে ভ্রমণ উদ্দেশ্য সফল অভিযান
মুগ্ধ ও ধন্যবাদ দুবাই সরকারপ্রতি ও দেশবাসী।
******************************
বাণী: দেশ প্রেম কাকে বলে! যে দেশে প্রবেশ করলেই বুঝায় যায়। ঐ'দেশটি কেমন ও সেই দেশটি উপভোগ্য সৌহার্দতা পরিপূরক কি না। দেশের সরকার প্রধান ও দেশের নাগরিকেরা কেমন আছেন। তবেই সেই দেশটির মূল অবর্ণনীয় সফলতার স্বার্থকতা লাভে ধন্য হয়ে থাকে। আর তেমনি একটি দেশ দুবাই এয়ারপোর্টটি চোখে পড়লে বুঝতে আর বাকী থাকে না।