মুখে অনেক বলি কথায় বেশ পটু
আজ আমরা কয়েক ভাই।
সাথে প্রতিবেশী কমতি নেই দেখ
আমরা একটি দল সকল।
কেউ নেই হারাবার আমরা শতক
শক্তি সামর্থ মনবল এ'ধরা।
কমতি নেই কোথাও একের বোঝা
দশের লাঠি সব তো আমরা।
এই বলে ভোটের মাঠে গড়ি-মসি
তাই বলে নিজ গোয়াল খালি?
এতো কথা রাজপথ ভোটের বেলায়
শিশুর দেখা ভোট যে হাটখোলা।
রাজনীতি করো আর করি যেই হই
নিজকে চিনে তবে দেই সম্মান।
কোন কিছু অতিরিক্ত ভালো নয়'তো
জেনে বুঝেও সময় অর্থ অপচয়!
দেখো'রে অবুঝ দেখো সকল বিজ্ঞরা
ভাল আর মন্দ সব জানা রয়!
জ্ঞান থাকতে জ্ঞানী হলে তবেই সেরা
এতো বলি এতো পার দল ছুট।
পার্সেন্ট নিয়ে কথা বলো বলি অনেকে
আসল জায়গা নকল কথা হয়।
নকল জায়গায় আসল কেন হবে বুঝতে
তবেই সকল মানুষ দল ছুট।
************************
বাণী: জীবনে বড় হতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। যারাই পরিশ্রম করেছেন। আর তারাই প্রকৃত মূলবোধ মানুষ হতে পেরেছে। অন্যথায় যা যাবর।