প্রথম রোজা শেষ হল আজ
দ্বিতীয় রোজা শুরু!
বেশ তো প্রথম রোজা পালন
সিয়াম সাধন অনন্য।
প্রতিটি বছর ধর্মপ্রাণ মুসলিম
প্রতিটি ঘর যেন দ্বীন।
দিনের আলোর মত ঝলমল
ঊষার আলোক ছড়া।
যতই আসুক ইমলাম বিরোধী
অধর্মীয় নেতিকথা গুপ্ত।
সূর্যালোয় ভরা থাকবে ইসলাম
সুন্দর শিষ্ঠাচার সভ্যতা!
এমন ধর্মের সহচরণ প্রতিদিন
যারাই পালনীয় ধন্য তারা।
প্রতিদিন ধন্যতা পাবে বিধাতার
বিধান পালনে এ'ধরাতেই।
সুখের পরশ পাবে এহকাল কর্ম
পরকাল পরশপরা সর্বত্র।
এসো সকল মুসলিম নর-নারীরা
উপযুক্ত বয়স পালনীয়..
সিয়াম সাধন ধর্মীয় অনুশাসন মন
রোজা পালন আল্লাহর হুকুম।
ফরজ সিয়াম কোন অজুহাত রক্ষা
নেই কোন কালের এ'ধরায়!
অনেক মূল্যবান সিয়াম সাধন মাস
এসো সকল একত্রে রক্ষায়।
*********************
বাণী: সিয়াম পালন অত্যান্ত মূল্যবান। যা মুসলিম জাহানের গুটা জাতি একত্রে পালন করে থাকে। ধনী-গরীব পার্থক্য বোঝার জন্য আল্লাহ্ এই মাসটিকে বিশেষ ভাবে প্রাধান্য দিয়েছেন। রোজা পালন করা প্রতিটি উপযুক্ত নর-নারীদের ফরজ। যা বাধ্যতা মূলকও বটে। বিশেষ কোন শারিরীক অসুস্থ্যতা ব্যতীত পালন না করাটাও পাপ।