ধর্ম জ্ঞানার্জন খুবই প্রয়োজন
ধর্ম জ্ঞানার্জন পূর্ণতা নয়।
যতই করি এদিক সেই দিক
ধর্মাতল অবনত হতে হয়।

কিসের এতোই শিক্ষা সফর
ধর্ম জ্ঞান অন্ধ রেখে চল!
ধমের পথে পথ চলল‍ে মানুষ
পথচ‍্যুতি নয় কোন কাল।

ধর্ম-শিক্ষা-দীক্ষা মুখে বলাবলি
পথ চলতে ঠিকই বলি!
আল্লাহ্ ভরসা সব জানেন তিনি
চোরের মুখেও আল্লাহর!

ভন্ডামিতেও ঐ'সেই একই নাম
কে বা সাধু; কে বা অসাধু?
প্রশ্ন আমায় বিচলিত ব‍্যাকুল করে
আমরা মানুষ কবে হবো?

শিক্ষা-দীক্ষায় অনন‍্য উদার চেতনা
সমাজ চলে ধর্মান্ধ পথে।
জোর যেথায় মুল্লুক এ'সমাজ প্রজা
নাম মাত্রই ধর্মাজ্ঞান মন।

যত সমস্ত পড়ালেখা বিষয় চলমান
সব বিষয়েই ধর্ম চর্চা চাই।
সমাজ-বিজ্ঞান-অর্থনীতি-হিসাব-বিজ্ঞান
-ব‍্যবস্থাপনা-সিইসি-প্রকৌশলী!

-ইংরেজী সব বিষয় পড়বো সকল বলি
সকল বিষয়ের মধ‍্যেই ধর্মশিক্ষা।
চাই-ই-চাই-নৈতিকতা শিক্ষা এক অভিন্ন
তুলনা হয় কী অন‍্য সকল বিষয়।
************************
বাণী: ধর্মীয় শিক্ষার্জন ব‍্যতিত মানব জীবন সভ‍্যতার বিকাশ লাভ করতে পারে না। নৈতিক শিক্ষার্জনে অবশ‍্যই ধর্মীয় শিক্ষার্জনের তুলনা হয় না।