এসো সংকল্প করি
ধৈর্য ধারণ।
চলি পথটি ধীরতায়
ঊষার আলো।

পেতেই যদি চাই
ধীর মনোবল।
প্রত‍্যয় থাকাটা চাই
তবেই বিজয়ী।

সকল কাজে ধৈর্যথাকা
সফলতা কাম‍্য!
আমরা মানুষরা হবই
প্রকৃত মানুষ।

সঠিক পথের পথিক
সঠিক কর্মে!
সঠিক সত‍্যের পথটি
পেতে ধৈর্যচাই।

সহজ কোন কিছুই
পেতে মননয়।
সহজে পেলেই মানুষ
প্রকৃত স্বাদনয়।

ইচ্ছা থাকলেই উপায়
সত‍্য আসে।
ইচ্ছাটা যেন প্রকৃতসত‍্য
সভ‍্যতা পরিচয়।

নয়তো সবই নস‍‍্যাৎ
অধৈর্য চেতনা।
কঠোর পরিশ্রম অধ‍্যাবসায়
তবেই জয়।।
****************
বাণী: বিজয় হতে হলে জীবনে কঠোর পরিশ্রম করেই মূল ও প্রকৃত বিজয়ী হতে হয়। আর সেই জয়ই আসল ও সত‍্য সঠিক অর্জিত বিজয়।