টেলিভিশনেরই পর্দা সকল জনতা প্রিয়
স্বদেশ প্রতিবেশী দেশ ও বৈদেশ!
প্রতিবেশী দেশেরই কিছু টিভি সিরিয়াল
রচিত ও পরিবেশিত বাস্ততায় কি?
কি শিক্ষনীয় আদব-কায়দা-শিষ্ঠাচার রয়
নাট্যকার কি শুধুই জীবন কষ্টভরা?
সব ক'টি সিরিয়ালেই দেখতে পাওয়া যায়
শুধুই ক্রিমিনালী পর্ব অভিনয় সর্বত্র!
আসলেই কি মানুষ এতোটাই অধম এ'ধরা?
দুনিয়া হল অনন্য অর্থব্য উত্তম অধম!
খেলা ঘর একে অপর সহযোগিতা বেড়ে উঠা
সেই মানুষ যারাই সঠিক জীবন বোঝে।
আর তারাই পায় বিধাতার দয়া ও সঠিক ঠাঁই
এ'ধরণী সুউচ্চ আসন দয়া ভান্ডার।
মানুষ তো কখনোই প্রকৃত মানুষ নয় মানুষকে
বিধাতার নিকট কৃপা চেয়ে হতে হয়।
তবেই উত্তম মানুষ বিধাতা দান করেন অপূর্বা
সুন্দর-স্বভাব-অপূর্ব-বাক্যাচারণ।
ধর্মীয় শিষ্ঠাচার আখলাক চরিত্রগুণ অতুলনীয়
একে তো মানুষ মানুষই নয় সেই...
মানুষকেই অমানুষরা মানুষ নিয়ে করছে খেলা
অপব্যাখ্যা অসদাচারণ অসভ্যতায়।
কেন নাটকে হিংসাপরায়ন চরিত্র প্রয়োগ করা?
ঐ'নাটকই কি সভ্যতা বিচরণ হয় না?
হ্যাঁ আমি বুঝতে পারি ঐ'নাটকগুলি নাট্যকারে
রচিত করেছেন সমাজ হতে দেখাতথ্য।
মানুষ না হয় অমানুষ সেই শিক্ষা গ্রহণ ভুলহতে
মানুষ মানুষকেই করে সর্বশান্ত দেখা।
আবার মানুষ করে মানুষকে উপকার শত প্রমাণ
তাই তো দর্শক (নারী-পুরুষ) শোন!
ছোট-বড় সকলেই নাটক যাই পরিবেশিত হউক
ঘটনা পর্বগুলি বুঝে শুনে দেখা চাই।
নাটক মানে মানব জীবনে ঘটে যাওয়া সুখ-দুঃখ
অভাব-অনাটন-শত্রু-মিত্র-খেলা মত্ত্বতা।
মতভেদ-পার্থক্য-ক'জনা বোঝে ও শান্ত ভাবনা
সুশিক্ষা পাচ্ছে টিভি সিরিয়াল ধারা বর্ণনা।
হচ্চে হিতে বিপরীত খুন-খারাপী-হিংসা-দ্বন্দ-দ্বিধা
ঐ'সকল সিরিয়াল হতেই কুশিক্ষা নিচ্ছে।
বউ-শাশুরী হাঙ্গামা; যৌর্থ পরিবার ভঙ্গুর সর্বশেষ
হাড়ি হাড়ি ভাগ পুটলাপুটলী একক ঘর।
এই হল আজিকের নাট্যমঞ্চ রচিত বিনোদন অজ্ঞ
অজ্ঞতা প্রকাশ কুশিক্ষা ভরা রচিত অধম।
ঐ'রকম নাটক-নাটিকা দিতে পারে না কখনো সু'
শিক্ষা সুবিনোদন মানুষ সভ্যতা পরিচয়ে।
হাবা-জাবা অশীল নাটক-নাটিকা তৈরি করে অর্থ
হাতায়ে নিচ্ছে অতিনগণ্য অভিনেতা-নেত্রী।
যারা দেখছে হচ্ছে তারা সর্বাগ্রাসী সর্বশান্ত সময়
কাজ-কর্ম-হাতশূন্য-পড়াশোনা অমনোযোগী।
স্বামী-স্ত্রী মিল নেই সিরিয়াল দেখায় ব্যস্ত বউঝি
এমন ও ঘটনা ঘটেছে সিরিয়াল দেখা নিয়ে।
এককথায় দু'কথায় বটি দিয়ে কুপিয়ে স্বামী খতম
স্ত্রী জেলখানায় সিরিয়াল পরিনতি হাজতবাস।
তাই তো বলি শুনুন দেশ-বৈদেশ সকল দর্শনার্থীরা
ঐ'সকল চলমান সিরিয়াল দেখে লাভ কি?
কি শিক্ষা পাই আমরা না চারিত্রিক না নৈতিকতার?
না পায় সমাজ শিষ্ঠাচার সভ্যতার পরিচয়?
আসলেই আমরা কি শিখছি আর কি অর্জন করছি
নাট্যকাররা অতীত ও প্রাচীন নাটক-নাটিকা!
দেখেননি যারন্যায় নাটক তৈরিতে দিক ঠিক নেই
মনে যা আসছে প্রকাশ তাই এ্যাওয়ার্ডি হচ্ছে।
সময় ও বিচরণ সমতা দিশেহারা এ'ধরণী চরণে
বিধাতার বিধান ব্যতীত সুশিক্ষার্জন হয় না।
প্রতিটি মানুষকে ধর্মীয় জ্ঞানার্জন অবধারিত সেই
জ্ঞানেই প্রকৃত রচিত নাটক-নাটিকা প্রকাশ্য।
তবেই এ'ধরণী জন্ম-প্রজন্ম ধর্মীয় অনুশাসনবোধ
বিনোদন নাটক-নাটিকা রচনায় রচয়িতা!
বোধগম্য সুবিবেচনা সুশিক্ষা অনন্য ধারা প্রকাশ্যে
স্থান পাবে মানুষ মানুষেরই সিরিয়াল শো।
এই ভাবে চলমান নাটক-নাটিকা চলতে থাকলে
সমাজ ভেঙ্গে চূড়ে চূড়মার হয়ে যাবে।
যাওবা বর্তমান আছে; তাও তো শেষ হয়ে যাচ্ছে
রক্ষার উপায় কি অজানা পথ সিরিয়াল।
****************************
বাণী: আমরা যারা বোকা! তারাই অমানুষদের আজে-বাজে বাক্য শুনে জেনে সময় নষ্ট করি। আর তারা ঐ'অখাদ্য প্রকাশ করে করছে অর্থার্জন। আর আমরা বোকা করছি সময় নষ্ট প্রকৃত অর্জন অদেখা। অপদার্থরা বিনোদন নামে অখাদ্য পরিবেশন করে মুখরোচক পাবলিক জনপ্রিয়তা পায়। সত্যই যারা পাওয়ার কথা। সেই তারাই সিরিয়াল পাগল সিরিয়াল দেখে হচ্ছে দিশেহারা।