কেন করবে মানুষ দ্বিতীয় বিবাহ্
হে করবে পারবে করতে তখনই!
যখন প্রথম বউ যায় যদি মারা ঐ'
স্মৃতি ভুলে থাকতে করবে বিবাহ।
যৌবন বলে কথা রয় সমাজ তটে
হেফাজত করো যৌবন চরিতার্থ।
রক্ষা করিও সুরক্ষণ প্রেম অবিরত
আসল কথা রয় যৌবন সাধনায়?
হে দ্বিতীয় বিবাহ করতে পারবে
প্রথম স্ত্রী জীবিত থাকলেও যদি!
শারীরিক অক্ষম হন দেন অনুমতি
ইসলাম ধর্ম আর মুসলিম শোন!
পকেটে টাকা না থাকলে নয়'তো
একটিও বিবাহ্সেথায় চার চারটি?
আসল কথা ধর্মে তা বলা নাই'রে
মানুষ সকল শোন কানটি পেতে।
ধর্ম মানুষকে সুন্দর শিক্ষা জ্ঞান
নীতি-নৈতিকতা-জীবন-যাপন!
বিধান বিধি রীতিনীতি শিক্ষালয়
শুধু যৌবন থাকলেই চলবে না।
অর্থ সামর্থ থাকতে হবে থাকতে
হবে সন্মতি। সৌজন্য সুসম্পর্ক!
এমন করেই মানুষ ও মানবতা
রক্ষায় চলাচল অতিবাহিত হয়।
সেই সমস্ত কথা ধর্মে যাহা রয়
তা বাদ দিয়ে মিথ্যা রটনা রচনা
করে করছি পাপিষ্ঠ যৌবন মন
অনাচার ওরে সমাজ চার বিবাহ্!
প্রকৃত কথা সত্য বলা শিখতেই
করি নিজ জীবন যৌবন খেলায়
মনগড়া আদর্শ বাক্য প্রচার এক
অবুঝেরা দ্বি-মাতা সেবা অকাম্য।
*******************
বাণী: সুখের নাগল পেলে সুখ নয় তো বিনষ্ট। অবিবেচক খেলায় যৌবন মন ভাসায়ে। সেই দ্বি-মাতা কাম্য নয় সমিজ তটে।