সংবিধান কেন তৈরি, কে করেন, কেন করেন?
দেশ জনতা; জনতার দেশ!
জনগণ দেশটিতে রয় বসবাস তাই দেশজনতা
দেশ আইন প্রণয়ন জনতার।

যা খুঁশি তাই যাবে না জনতা সেবা নাম গোপন
আইন পাস জনতা রোষানল!
মনগড়া দেশ সেবক দলবল তোমরা চল সঙ্গতা
এ'দেশ আঠারো কোটি জনতা!

একটি দল চল সব বিবেচনায় তিন সাড়ে তিন
কোটি জনতার শক্তি ভর মনগড়া।
সেই দলবলও একমত নয় নানান মন নানান
চাওয়া-পাওয়া আক্ষেপ কতকথা!

অভিযোগ আর অনুযোগ বিয়োগ শূন‍্য সেবক
কোথা রয় শেষ মেষ বহুদল নেতা?
সময় বলে পাশবিক দ্রৌহ সৃষ্ট রাজনৈতিকরা
কখনো সফল হয়নি যুগ যুগ দেখা।

ইতিহাস তাই বলে পঠিত পাঠ‍্য অধ‍্যায়ন জ্ঞাত
সেই ইতিহাস জেনে কি রাজনৈতিক!
চেতনা নেতা-নেত্রীরা রাজনীতি করে আসছে কি?
পঁচা-দূরগন্ধ অযোগ‍্য অসভ‍্য ওরাই...

তেরে আসছে ধেয়ে দেশ রাষ্ট্র পরিচালনা নিয়ন্ত্রণ
সেই দেশ হয় কি করে উন্নত জনতায়?
মানুষ নিয়ে করে যারা খেলা; সেই তারা হয় কি
কেমন করে উত্তম সুশিক্ষা দেশ জনতা।

দেশ নেতা-নেত্রী অনন‍্য পরিবেশ মুক্তি মুক্ত মন?
ফ‍্যাসিবাদ সরকার পতন ঘটেছে বটে।
এমন কি নিলজ্জ্ব আইন ফ‍্যাসিস সরকার রাষ্ট্রপতি
সপদাধিকার বহাল আইন বেড়ালজাল!

এ কেমন আইন দেশ দেশ জনতা অর্থনৈতিক বড়
দুরাবস্থা দ্রব‍্যমূল‍্য ঊধ্বগতি মানুষ অতিষ্ট।
রাষ্ট্রপতি রাষ্ট্রের নেই গতি বহাল পদ-পদবী রাষ্ট্রে
কি লাভ হচ্ছে রাষ্ট্রের আইনে বাধ‍াঁ পতি।

ধিক্কা ধিক এমন আইন ক্ষমতা ভোগ সুবিধা মাত্র
দেশ জনতা নিয়ে করছে খেলা ফ‍্যাসিস...
পক্ষপাত তুষ্ট মনন যোগানো শব্দাচ্চার শত্রুতা মন
নিজ গোড়ামী সক্রিয় চক্রাকার গভীরে।

ওরা দেশ জনতার মঙ্গল দেখার সময় নেই এ'ধরা
ওরা চায় ঐ'সাড়ে তিনকোটি পথচলা।
বাকী সব জনগণ মানুষ নয় আগাছা অপদার্থ হাদা..
সেই প্রচেষ্টা অব‍্যাহত দীর্ঘ সময় রাষ্ট্র!

যা হবার তাই ঘটলো ছাত্র বৈষম‍্য নামক বিক্ষোভ
পথহারালো সর্বগ্রাসী ফ‍্যাসিস সরকার।
সেই সরকার মনোনীত রাষ্ট্রপতি কেমন করে রয়
তত্ত্বাবধায়ক সরকার ব‍্যবস্থা সুশৃঙ্খলায়?

বাংলায় একটি কথা রয় এক গাছের বাকল অপর
গাছে লাগে না কোনো জনম জনম শোনা।
সেই রূপ জানতে প্রয়োগ জ্ঞান হয়নি নবীন চেতনা
ওরে নবীন ও কাঁচা আদমরা ঘা মেরে বাঁচা।

রুখে দাঁড়িয়ে রক্ত বিনিময় শত্রু তারায়েছো দেশ
রেখে দিয়েছো ঐ'নোংরা পঁচা অপদার্থকে।
সুঘ্রাণ দিবে কি কখনো সদালাপ সদ‍্য সত‍্য পথে
মুক্তিকামী দেশ জনতার আর্শীবাদ তুষ্টিতে?

সেই পুরে বালি কয়লা ধূলে ময়লা যায় কি বলি?
নিপাত করতে হবে আইন প্রণয়ন প্রয়োজন..
সংশোধন দেশ দেশ স্বার্থ জনতা কল‍্যাণ রাষ্ট্রপতি
অপসারণ ফ‍্যাসিস সর্বস্তর পরিতার্য হোক।

দেশ পাক সম্পূর্ণ মুক্তি আসুক ফিরে সভ‍্যতা মনুষ‍্য
লজ্জ্বাবোধ থাকলে সেচ্ছায় করতো পদত‍্যাগ!
ক্ষমতার লোভ এতোটাই নিলজ্জ্বতার প্রকাশ ধ্বংসে
পতিত না হওয়া পর্যন্ত সংবরণ অস্বীকার।
তাই ধীক্কার ধীক পদ-পদবী রাষ্ট্র ধ্বংস আইন অজ্ঞ
মুছে ফেলো সব অনিয়ম পদত‍্যাগ পতি।
******************************
প্রিয় কবি ও সাহিত‍্যিক সহ পাঠক-পাঠিকাগণ আগামী চুয়াল্লিশ পর্ব পাঠে আহবান রইল।