দেশ নিয়ে ভাবনা যেন মাথায় চাপ
দেশের মানুষ কে কেমন!
কত পাওয়ার কথা কাজ বেলা ফাঁকী
কথায় বেজায় ওস্তাদজী!
মনটির মধ্যে ষোল আনা মুখটি হাসি
লোক চক্ষু দেখা বেশ তো।
হয় কি তুলনা দ্বিতীয় এ'দেশ জনতা
খুব ভাল মানুষ তাই তো...
বনেছে নেতা বাংলার ইতিহাস কথা
নেতা হওয়া সহজ তবে।
নেতার নেতৃত্ব প্রকৃত নেতা ক'জনা
সমাজে হতে সমাজপতি।
সেই মন নেতা বনে কি কোন কাল?
দেখা শোনা অভিজ্ঞতায়।
চলে আসছি দেশের বুকেই সমস্ত
ছলচাতুরী মানুষ মানুষে।
করছে খেলা কি যে দশা সর্বনাশা
দেশ নিয়ে ভাবনা অভিজ্ঞ।
****************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত্যিকগণকে ছাব্বিশতম পর্ব পাঠে আহবান রইল।