আমরা যারাই নিজস্ব দেশ বাংলাদেশ
দেশকে ভালোবাসী এদেশটি হতেই'
আমরা বৈদেশ গিয়েছি সকল সদাই
জানি কোন দেশ কেমন কতটা ভাল!
অসাধারণ অপূর্ব না শুধু অর্থার্জনের
মুক্তির আশায় আশাবাদ অব্যক্তির।
মাধূর্যতা যেন রক্ষা শত কষ্ট চাপায়
বুকটি হাসি মুখটি যারা বুঝি সেই...
জানি আমরাও জানি তথাপিও নিজ
দেশ মাতৃভূমি স্বদেশ প্রেম দেশাত্ব!
এ'প্রেম সুন্দর আকাশ খানা আপন
দেশেরই কথা দেশাত্মবোধ রচনা।।
অনভিজ্ঞ অজ্ঞতার জ্ঞানের হয় কি
দেশ প্রেম রচনা এ'ধরণী বাংলার?
ওরা কিসের মন প্রেম বোঝে বলি'
নিজ বাড়ির জরাজীণর্তা অসংস্কার।
দেশ-বৈদেশ চিনবে কোন অভিজ্ঞ
চেতনাবোধ জাগ্রত সুমনটি হতে?
বোধগম্য হয় না' ওরাই হয় নেতার
নেতৃত্ব দলবল উচ্চসূরে শ্লোলগান!
তাই তো শিখে থাকে অসভ্যতা মন
বিজয় খোঁজে মদ্যপান নারী লিস্প!
ভাবনা শেষ হয় প্রতিনিয়ত ধান্দায়
স্বদেশ প্রেম থাকা বড়ই দায় মনটি।
*********************
পর্ব-৬ষ্ঠ পাঠে নিমন্ত্রণ রইল...