নাটক রচনা কারীর একটি তো ভাষা থাকে
দেশ প্রেম কথা বলা লোকেরা!
জনতা রায়ের নেশাচর ওরাই নাকি সর্বেসর্বা
কি যে মানবতার কথা অসভ্যতা?
নাটক আর নাটক ছলচাতুরী মন খেলা যেন
জনতার ম্যানডেড হতাশা রচনা।
মুখে বলে একটি করে আরেকটি ওরে নেতা
পরধন নিয়ে চলামন হ্নদয় প্রাণ!
সেই তারাই করে পদচ্যুতি নিরীহ জনতাকে
কোথায় রয় সভ্যতা ভাবনা কষ্ট!
যথার্থতা শোভন অশুভ দেখতে দেখতে মন
চোখ হ্নদ আত্মার স্পন্দন নির্বাক!
শূন্য গোয়ালে গরুপালন গরু নাই গোয়ালে
অথচ কৃষক হুমকী-ধামকী সরগরম।
চোখে ধূলো রাজনীতি দলবলেরা শোষণের
চরম বিপর্যয় এতো অসভ্যতা অন্ধ!
ওদের চোখ থাকতেও অন্ধ; ওরা বিপথগামী
সভ্যতা ওদের গ্রাস করেছে এ'ধরা।
পাপবোধ ওদের থাকে না মোটেও অন্ধজীবন
এমন নেশায় মত্ত্বতার স্বীকার ওরা!
মন ওদের নাটক চিন্তা চেতনা নাটকীয়তা ভরা
ওরা না চেনে নিজকে, না আপন পর?
সেই মন মানুষ দলবল সবাই এক অনুকরণের
তাই তো নাটক পথহারা দিকহারা বিহঙ্গ।
ওরা ধারণাই রাখে না নাটকতা জীবন চলে না
আগে পরে ভাবতে জানতে শিখতে হয়।
দশ জন নিয়ে চলা যেথায় মানব জীবন সেথায়
কেন অমানবতা কৃতকর্ম এ'ধরার বুকে?
জনতার সুখ মানের দেশ জন"দরদী সুখ-শান্তি
এলোমেলো ভাবনা জনতার হক নষ্টমন!
সেইমন বিধাতা একদিন দেখা দেবেই দিবে ঐ'
যে কথায় বলে না ধর্মের কল বাতাস নড়ায়!
এমন মন মানুষ মানুষ হতে নীপিড়ন নির্যাতনে
বিপর্যয় ঘটানো কেন দেখা দিবে এ'ধরা?
মানবতায় ঘুনে ধরলে ক্ষমা নয়তো বিধাতা হতে
রক্ষা পায় না দেশত্যাগ জেল-জরিমানা।
*****************************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ বাষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।