একটি আঠার কি উনিশ বৎসর বয়সী সন্তান
পড়ালেখা চলমান, নামমাত্র ডিগ্রী পড়ুয়া!
অর্থাকষ্ট পরিবার বিতারিত নানা জায়গাতেই
কোন মত কাজ-কর্ম যার যেখান সুযোগ!

ঐ'খানেই পেটে ভাতে করছে কর্ম পেট যাপন
পরিচয় দেখা সাক্ষাৎ-কথা-বার্তা-গল্পটল্প।
জানতে চেষ্টা-প্রচেষ্টা-দক্ষতা-যাচাই-রূপগুণই
কথার সহিত কেমন ছেলে কষ্ট কোথায়?

অনেক কথা জানে দক্ষতা পরিচয় বিশেষ হাব
ভাবনা ও যেন অনেক গুণি কাজ কর্মজন।
সবে মাত্র ছাত্র পরিবার সংযোগ তেমনটা নেই
বাবাও তেমনটা কর্মজীবি উপার্জনে নয়।

ভেবে নিলাম ছেলেটি ইয়াং বেশ কথাবার্তা পটু
কম্পিউটার স্কীল কাজে লাগে মন্দ নয়।
জানতে প্রচেষ্টা কেমন আয়-রোজগার করছে
চলমান কর্মস্থল কোরিয়ান ভাষা সেন্টার।

বলে তেমনটা নয়, কোন মত পেটে ভাতেরই
এক রকম চলছি কোন মত কোরিয়া নিবে...
এমন আশ্বাস তাই দেখছি সব কাজ আপন মন
করছি নিরবিচ্ছিন্ন একান্তই আপনত্ব ভেবে।

ভাল কিছু পেলে করতে পারবে তাতে নেই দ্বিধা
তা বেশ তো! তবে কি কাজ জানো শুনি?
শুনে নিলাম হ্নদয় হতে জেনে রাখলাম মনটির
একক সত্ত্বার হ্নদয়াম্বিত ভাল লাগা রইল।

ভেবে নিলাম দেখি ছেলেটিকে নিয়ে ভাল কিছু
কর্মসংস্থান সৃষ্টিতে ঐ'দক্ষতা শ্রেয় চেতনা।
তা বেশ তো ছেলেটি দু'দিন পরেই ছুটে এলো
আমার সন্নিকটে আঙ্কেল আমি আপনার...

সহিত কাজ করবো শর্ত এইযে টাকা আপনার
আর শ্রম আমার। অফিসের খরচ চুকাবো।
শেষ লাভ যা থাকবে সমান দু'ভাগে ভাগ হবে
এই শর্তে রাজি থাকলে কাজ করতে পারি।

তা বেশ তো' যদি সম্পদ আমার শ্রম তোমার
খুব ভাল কথা! ব‍্যবসায় লোস হলে তখন?
পোষায় না বলে হঠাৎ ছেড়ে দিলে তখন লাভ
দু'ভাগ কেমন করে বন্টন করবে বল তবে?

প্রশ্ন আমায় হাজার কথা শেখালো ওরে নবীন
ওরে কাঁচা আধ-মরাদের ঘা মেরে তোরা'
বাচা। বয়স তোমায় কম কাঁচা বাঁশ দ্রুত ঘুণ
ধরবে যথার্থই সন্দেহ নয় এ'ধরার বুকে।

ভাগ নয় কাজ করো! কাজই বলে দিবে কখন
কি কোন ভাগ অধিকারী হতে পারবে।
সেই ভাগটাই বুঝতে শেখ লোভ নয় বড় হওয়া
স্বপ্ন দেখা এখন সময় নয়; সময় ধীর'

সুবুদ্ধি সততা সভ‍্যতা আদর্শমানবতা মানব মনুষ‍্য
অর্থ যদি লোভ জাগাবে মন; তখন জীবন!
চলে অস্তিরতা ভরা এক অভিনব ভাবনা মনকষ্ট
বেদনা দেখা দেয় প্রাণ মধ‍্যে যখনই ঐ'

লোভ যথাযথ সুযোগ ভাগ‍্যে ধরা না দেয় তখন
সেই হতেই মানুষ হতাশা অভাব মনের।
এমন কর্ম মনোভাব পোষণ নয় ভাবনা হ্নদয়ে
কর্ম সঠিক পথ সময় বলবে কি করবে?

এতোটুকু বয়স অর্থ চিন্তা লাভ লোভ ভাগাভাগী
ঐ'মন কখনো ভরসা সুকর্ম ভাগ‍্য প্রসূতি!
আশা করাটাই ভুল' ভুল পথ অবুঝ চেতনা সভ‍্য
না ঈমানদার নামাজ আদায় ও খোদাভক্ত?

বিশ্বাস কেমনে কোন ধারায় অধারিত ধর্মীয় শাসন
না দুনিয়াবী আইন কানুন নীতি-নৈতিকতা?
আজ-কাল কার সন্তানেরা এতোটাই বুদ্ধিমান সেই
অনুভূতিই তাদের মধ‍্যে জাগ্রত ধারা নেই।

দেশ কেমনে লোভ-লালসা ব‍্যতিত সুসন্তান পাবে
সেই দেশ জনতা আমরা চলছি লোভ পাপ।
ছৌট্ট একটি ছেলের লাভ ভাগ নিয়ে যতটা কথা
সেই সকল সন্তানেরা দেশ প্রেম অদেখা।
*****************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণকে আগামী ঊনষাটতম পর্ব পাঠে আহবান রইল।