দ্রব‍্যমূল‍্য কি সেই নাম জানা রয় কি মানুষ সকল?
কোথায় কেমন করে জানবে সকল জনতা?
আমরা মানুষ আমিও এক সময় যখন শিশু-শৈশব
শুধুই শুনে এসেছিলাম খাদ‍্য-দ্রব‍্য গল্প-স্বল্প!

জেনে এসেছি এ'ধরণীর বুকে অভাব অনাটন দুঃখ
কষ্ট-বেদনার আর্তনাদ সেই দেশ-স্বাধীনতা!
পূর্ব হতেই অদ‍্যাবধি চলমান এ'ধরার মানবতারই
সেই কথাটিই আজ বলতে চাই' শুনাতে চাই।

কোথায় মানবতা দেশ দরদীদের অভাব নেই দেখা
সভ‍্যতার কথা সবাই বলে অর্থ লুটে নেয় ঐ'
গরীব-দুঃখী অসহায় সম্বলহীন ওদেরই ব‍্যবহার করে
ওরাও ব‍্যবহার হয় মানবতা নামক যারা স্বপ্ন..

বাজ স্বপ্ন দেখায় ওদের স্বর্গ-পাহাড় পরিমাণ স্বার্থ উচু
সেই না ভাবনায় ওরা গরীবরা সহযোগী হয়
যত সব অকর্ম অসভ‍্যতা কুকর্মে লিপ্ত আখেড় আহরণ
সংগ্রহে ওরাই ঐ'গরীব নামক অসহায় ওরা!

অর্থ-বিত্ত ধনী ব‍্যবসায়ীদের সমস্ত অসৎকর্ম সহায়ক
ওরাই দেশ জনতার ভয়ংকর প্রাণী অমানুষ।
গরীব হয়ে জন্ম নেওয়া পাপ নয়; পাপ অর্থাভাব মন
অর্থ লোভে যে কোন কর্ম না ভেবেই করায়।

সামান‍্য অর্থ লোভ পেলেই যাচাই-বিচার যাত না করা
অশিক্ষা অপকর্ম ধর্মজ্ঞান সব মিলায়েই ঐ'
দ্রব‍্যমূল‍্য দায়ী নামক সিন্ডিকেট দায়ী কেন এ'সমাজ
মানবতার তরে দ্রব‍্যমূল‍্য মানুষ খায় তাই...

দ‍্রব‍্যমূল‍্য মানুষ মাধ‍্যমেই মানুষই পরিচালনা করত:
সেবা নামক মানবতায় স্বাক্ষর বিক্রেতারা।
দেশ পরিচালনা করে ঐ'বাজার অন‍্যভূক্ত ভোক্তারা
ওরা রাষ্ট্রীয় সব ক্ষমতার অধিকারী ওরা..

নিজেরাই বলে দ্রব‍্যমূল‍্য বৃদ্ধিতে সিন্ডিকেটই দায়ী
কি যে সব সমস‍্যার সমাধান রাজ‍্যশাসক?
ঐ'সেই ছোট্টবেলা হতেই জেনে এসেছি ঐ'রকম
অবান্তর বাক‍্যালাপ সিন্ডিকেট সরকার দল।

ওদের হাতে সব ক্ষমতা তার পরেও ওরাই বলে
সিন্ডিকেট বিরোধী দল করছে ব‍্যবসা।
দেশ সব রাষ্ট্র দখল বাজদের রয় হাতের মুঠোয়
সেই না তারাই বলে থাকে সিন্ডিকেট!

অর্থ-লোভ-ধন-রত্ন-ঐ'শর্য‍্য-জস-নাম-ডাক-বল
কতটাই দরকার সেই অনুপ্রেরণা বোধ!
জাগ্রত হয় কি সমাজ তটে কে রয় কোন লোক
এমন বুঝমান দেশ ও দশ দেখাশোনায়?

সব যেন একই পালায় ওজন এক যায় আরেক
দল আর্শীয়ান সবই একই নায়ের মাঝি।
কোন দলই উত্তীর্ণ নয় অসদাচারণ অসৎ অকর্ম
যুগযুগ যাচ্ছে শেষ হচ্ছে না প্রজন্ম হতে।

কেন এমন হয়! প্রজন্মরা জেনেও ওরাও একই
ভোগ দখল চেয়ার পেলেই ঐ'একই!
সভ‍্যতা কেন বিকাশ লাভ করে না মানুষ মনুষ‍্য?
শুধুই দোষ দ্রব‍্যমূল‍্য বোকা খাদ‍্যবস্তু।
****************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণকে সাতচল্লিশ পর্ব পাঠে আহবান রইল।