ধর্ম ধর্ম ধর্ম!!!
ধর্মীয় মানুষ যারাই তারাই করে দ্বন্দ
কেন এমন ঐ'রকম করে মানুষ হয়ে?
এক মানুষ অপর মানুষ সহিত অধর্ম
ধর্মের গুণ ধর্মীয় চেতনা ধীর গতিতে
একে অপর বুঝমান তবেই জ্ঞান লব্দ!
ধর্মীয় চেতনার মানুষ সকল ধর্মবোধ
বিদ্যতাপূর্ণ সুজ্ঞানার্জনই একে অপর।
সুস্থতা প্রকাশ শুদ্ধতার সমাজ চলনে
সমাজ সামাজিক শিষ্ঠাচার সদা চল।
পথ চলার মধ্য দিয়ে সভ্যতা প্রকাশ
বসবাস সদা আপনত্ব ভাবনা মহত্ত্ব!
বিধাতার বিধান মেনে জীবন যাপন
সঠিক পথের পথিক কে হতে চায়?
সেই সকল মানুষেরাই (নারী-পুরুষ)
নিজে ধর্মীয় জ্ঞানার্জন সুশিক্ষিত হবে।
প্রতিবেশী একে অপর সুখ-দুঃখ বুঝ
মন-মানসিকতা সদয় ভাবনা ব্রতঃ।
মহা-মানবতার এক অসাধারণ হ্নদে
অনন্য শোভায় শোভিত ভরা শুভেচ্ছা।
কখনো করা যাবে না দ্বন্দ-দ্বিধা-অহং
কখনো কোন প্রকার ক্ষতি মন প্রাণ
হ্নদয় আত্মাঃস্পন্দন করবে না কভূ।
সেই সকল মানুষ হবে আসল ধর্মীয়
অন্যথা কখনো কোন মানুষ ধর্মীয় নয়।
সুখেরই পরশ গুণতেই আমরা সদা
বিবেকবান নিজ যেমন চাই সঠিক!
সঠিকটি অপর কেউ স্থানে ঐ'একই
সমান সমান ধর্মীয় ধর্ম সমাধানেই!
মানুষ মানুষের জন্যেই মানুষ ধর্মীয়
কথা ধর্মীয়-নীতি-রীতি-আদর্শতার!
সুপ্রিয় অমৃয় সূধা গ্রহণে যারাই তৃপ্ত
সেই না তারাই ধর্মীয় অনুভূতি মনুষ্য।