দেশকে ভালোবাসী এই দেশ আমারই
আমার পিতার দেশ।
আমার মা হারানো দেশ ভাই খোয়ানো
কত আত্মীয়-স্বজনও।
প্রাণ হারায়েছে আততায়ী দোসর হাতে
প্রতিশোধ মন-জ্বলে!
হ্নদয় হা হা কার কারো সুখ দেখলেই
শরীর জ্বালা-পুড়ায়।
অশৈযর্-যন্ত্রনা রোষানল মনটি ধৈর্য রক্ষা
অধৈর্য বোধ করি।
কেন দেশ প্রেম সেথায় অশুভ শকুনেরা
করলো ভিটে ছাড়া?
এই নাকি প্রাপ্তি ছিল দেশ স্বাধীন ফল
সকলেই নিজকে বলি।
অপর কথা ভাবনায় মোটেও থাকে না
এ'দেশ একার নয়।
সকল জনতা সাধারণ বসবাস আবাস
তোর ভাই অপরাধী!
অপরের বউকে নিয়ে ছিনিমিনি খেলা
ব্যাংক ডাকাতি চুরি।
তোরা করলি দেশ স্বাধীন তাই বলে কি
সব তোদেরই হয়েছে?
যা খুঁশি করবি; বিচারক তোরাই সকল
মানুষ তোরা কোথায়?
বল দেখি কেমন করে বলিস ভাল গুণি
তোরা জন এ'বাংলা!
তোর বাপ করেছে দেশ স্বাধীন তা বেশ
সেই জোরে অপরের..
বউকে নিয়ে অবৈধ রূপ করবি লীলা-খেলা?
তোর পিতা প্রেসিডেন্ট।
করেনি সন্তান বিচার; তুমি রাষ্ট্রপ্রধান তুমিও
করলি না বিচার।
হিতে বিপরীত অসভ্য ভাইয়ের রাষ্ট্রীয় শোক
রাষ্ট্রীয় অর্থ বরাদ্দে।
তোরা ধ্বংস হবি না কেন বিধাতার বিধানেই
শত শতবার উল্লেখ্য!
অপচয় শয়তানের ভাই পরনিন্দা পরচর্চা নয়
কর্মপরিচয় বহণ যোগ্য।
অন্যথা ধ্বংস অবধারিত চিরাচরিত নিয়ম যা
অঘটন ঘটবেই ঘটবে।
ক্ষমতা শয়তানও খাটায় কার সহিত মানুষের
সহিত খাটায় মানুষই..
হচ্ছে শয়তানের ছুল হচ্ছে ক্ষতি মানুষ হচ্ছে
কি বিধাতার ক্ষতি?
না না না' বিধাতার তাতে কোন হচ্ছে না ক্ষতি
তাই তো বিধাতা...
বিধান বাতায়ে দিয়েছেন মানুষকে প্রকৃত জ্ঞান
বুদ্ধি খাটায়ে সঠিক..
পথের পথিক হতে ভাল মন্দ বুঝে চলতে সেই
সুযোগ গ্রহণ ঐ'সকল
মানুষেরাই প্রকৃত মানুষ হতে সক্ষম শয়তান
নামক বদাভ্যাস পরিহার!
স্বভাব-চরিত্র-সব কূল রক্ষা যথার্থতা বর্ধনেই
জ্ঞান ব্যবহার অসভ্যতা।
সেই জ্ঞান চলে গেছে শয়তান লীলা-খেলায়
কেমন লোভ সামাল!
বিধাতার বিচার বড় সূক্ষ বিচার শেষ ওস্তাদী
কঠিন শাস্তির দেখা।
বুঝে দেখো করলে কি অতীত বর্তমান আগামী
এমন সন্তান তোমরা।
ছেলের অনৈতিক কর্ম-কান্ড শৈর্য করতে না পেরে
মানুষ ক্ষিপ্ততার স্বীকার।
স্বাধীন দেশ রাষ্ট্রপতি সপরিবার হত্যা যজ্ঞ দোসর
অপর দিকে তোমরা!
কোন মত বিদেশ যাপনেই রক্ষা দু'টি বোন কেমন
কন্যা সন্তান নারীকূল?
কলংঙ্ক ভরা মন হ্নদয় প্রাণ পাষন্ড মুখে বলেছো
পিতা-মাতা-স্বজনহারা!
ব্লাক মেইল করেছো মানুষ মানবতা দেশ জনতা
সেই সমস্ত কষ্টের..
কথায় মানুষ তোমাদের প্রতি সমবেদনা অনুকূল
ভেবেছিল সত্যই তোমরা!
হবে এ'দেশ দেশ জনতা মহত্ততা মহববত মনুষ্য
সুযোগ দিয়েছিল বাংলা।
বাংলার জনতা সেই তোমরাও এ কি করে গেলে
নিজ অপকর্ম হিস্যার..
হিসাব নিয়ে নিলো জনতা মৃত্যু পিতার অপমান
কেমনে করে ঘুমাও?
বেঁচে আছো আবার দেখি বিন্ন রাষ্ট্র নেতার ছবি
মিছিলে অপমান ঘটলে...
উক্তপ্লেকার্ড বা ছবিটি দেখেবে ঐ'ক্ষমতাধরকে
দেখো করেছে তোমায়....
অপমান ঐ'দেশ জনতা অন্য দলবল আমি ভাল
বাকীরা সকল খারাপ।
একেমন নীতি-রীতি জানতে পারি তোমার দেশ
লোভ দেশ পরিচালনা?
এতোই যদি দেশ চালনা লোভ থাকে মনটিতে
কে তোমাদের বলেছে...
দেশ ছাড়তে এ'বাংলা? ভাল ভাবে সভ্যতা মন
দেশ চালালে বৈধতা...
জনতা কল্যাণ ধরে রাখলে সমস্যা কোথা ছিল?
দশজন নিয়ে চলতে..
সেই দেশ দলনেতা কেন একক সত্ত্বার স্বীকার?
যখন দেখলে নিজ..
দলবল ভোট মাঠ শূন্য বিবেক চৈথন্য কি তখন
জাগ্রতে সুউদীত হয়নি?
এতো জ্ঞানী বড়বড় কথা হ্যান-ত্যান যত ভন্ডামী
বিধাতার বিধানের নিয়ম...
পন্ড করে নিজ নিয়ম চালু এতোটাই দাম্ভিকতা
মনে করেছিলে পশুদলবল...
শন্ডা-পন্ডা নিয়ে চালাবে এ'দেশ বাংলাদেশকে
তাই কি হয়'রে অবিবেচক?
জনগণের রায়ের কথা বলিস দেশ জনতা স্তর
জনকল্যাণ কথা বলিস!
পুলিশ প্রশাসন সামরিক ওরা সকলেই রাষ্ট্রীয়
নিরাপত্তা বিধান কল্প।
তারাও তোমাদের কথায় চলতো জনতা কল্যাণ
দূরের কথা তোমারপৌষ্য!
তাই তো দেখা দিয়েছিল দেশজনতা নিপীড়ন
প্রতিহিংসা জোয়ার রোষানল।
ছিলে কেমন করলে কি পেলে বা কি রেখে ভাব!
যেমন কর্ম তেমন ফল!
নির্বাসন বাস কত অপমান এমন কর্ম যেন দ্বিতীয়
কেউ না ঘটায় বাংলায়।
সেই প্রত্যাশায় শুভকামনা সদা জনকল্যাণ দরদী
প্রকৃতই দেশপ্রেম নেতা!
রাষ্ট্র চায় সার্বভৌমত্ব সুরক্ষা বসবাস জনতা তরে
সেই তারাই দেশপ্রেম ব্রত:!
*****************************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ পঁয়ষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।