দেশপ্রেম জাগ্রত জাতির অনন্যধারা
সব কথা থাকে পড়ে স্মৃতিরপাতা।
এমন একটি দেশ চাই, যে দেশ রয়
সভ্য ভরা সুন্দর মানুষ মননশীল।
অপূর্ব চেতনা সার্বিক সুস্থতা মানুষরা
থাকবে একে অপর সুসম্পর্ক মন।
হ্নদয় খানা মহব্বত সতত জাগতিক
আমরা করবো জয় এ'ধরার বুক।
রইবে না কোন মানুষ হতে ভয় প্রাণ
চমকাবে না আত্মা, বুক ধরফর!
ঘৃণিত জাতি কেন দেখা মিলন মানুষ
মানুষ মানুষই পারে ঘৃণা করতে।
অপরাধীকে ঘৃণার সংশোধন করা ঐ'
ঘৃণিত অপরাধী সেই রূপ কৃতকর্ম।
করবে না তবেই সমাজ ঠাঁই দিবে অন্য
কোন অনিয়ম দিবে না ঠাঁই লোক।
তবে যদি একঘেয়েমী পরিবর্তন লজ্জ্বা
সুযোগ যেন পাবে সংশোধন হতে।
গ্রহণ করবে সমিজ তথা সর্বত্রো যথার্থ
এসো মানুষ এসো বন্ধু সকলচল!
চলি হভ্যতার বিকাশ ঘটাই হই উত্তম
অসাধারণ মহৎ মনুষ্যত্ববোধ মানুষ।
বাগধারা গল্প নয় প্রকৃতই সুস্থ সমাজ
মানুষ পেতে এমন করেই চলতে।
অন্যথায় মিলবে না কখনোই প্রকৃতির
মত সভ্যতা বিরাজমান পরিচয়..
আসল মানুষ তৈরি মন মানসিকতা ঐ'
খনার বচন ইতিহাস নষ্ট সমাজ।
**********************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণকে সাতষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।