শুনুন শুনুন শুনুন সকল ধর্ম সচেতন ধর্মপ্রাণ মানুষরা
আসুন জানুন; শুনুন দেখুন বলুন!
ধর্মের আর্বিভাব সেই প্রাচীন কাল বিধাতা এক অতি
অপূর্ব সুন্দর মহান মানবতা সেবা।
ধ্বংস স্তুপ পরিণত মানুষ একে অপর ক্ষোভ তীরটি
ছুঁড়ে দিতো ন্যায়-বিচার-ছিলই না।
তাই তো মানুষ কল্যাণ চেতনায় মানবতা ভাবনার
বিশাল সুযোগ দানে মহৎ কার্যদান।
বিধাতা প্রেরণ করেন হেদায়েত প্রাপ্তিতেই নবীগণ
সঠিক পথ পথভ্রষ্ট লোকদের সুজ্ঞান।
সঠিক পথ চলতে শিক্ষার্জন জ্ঞানদান আল্লাহর বার্তা
কোন অসৎ কর্মই কাম্য আশা নয়।
মানুষ মানুষ হতে অমানবিক ভাবনা চেতনা সর্বত্রো
যেথায় যেখান সেথায় সেখান শান্তি।
বিরাজমান সদা সুখ প্রেম ফুলেরই সৌরভ শোভায়
মানুষ মানুষ তরে অভিনন্দন দেখা।
তাই তো সমস্ত অসভ্যতাকে দূরে ফেলে ন্যায় পথ
পথিক চলবে একে অপর সুখ-দুঃখ..
ছায়ার মত পাশে উভয় মানবতা মানুষ সমাজেতে
সেই ধর্ম পালন দেশ দেশ মানুষ সুখ।
*****************************
প্রিয় কবি-সাহিত্যিকগণ ও পাঠক-পাঠিকাগণকে আগামী বিয়াল্লিশ পর্ব পাঠে আহবান রইল।